শেষ আপডেট: 15 September 2022 20:35
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সকালবেলায় ৩০ টাকা দিয়ে লটারি (lottery) কেটে দুপুরের মধ্যেই কোটিপতি (millionaire) হয়ে গেলেন রাজমিস্ত্রি। পূর্ব বর্ধমানের ভাতার (Bhatar) থানার বাসুদা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল রাতারাতি কোটিপতি বনে যাওয়ায় তাঁর সংসারে এখন বাঁধভাঙা উচ্ছ্বাস। খুশি গ্রামবাসীরাও। বৃহস্পতিবার সকালে লটারির টিকিট কাটেন। দুপুর নাগাদ টিকিট মেলাতে গিয়ে কার্যত চক্ষু চড়কগাছ তাঁর। তিনি দেখেন টিকিটের প্রথম পুরস্কার এক কোটি টাকাই তিনি জিতেছেন।
এই খবর ছড়াতেই এলাকায় সাড়া পড়ে যায়। বাসুদা গ্রামের নিতান্ত ছাপোষা পরিবার প্রসেনজিৎ মণ্ডলদের। পরিবারের সকলেই জনমজুরি করে সংসার চালান। বাবা অজয় মণ্ডল জনমজুর। মা শুভাদেবী পরিচারিকার কাজের পাশাপাশি জনমজুরি করেন। প্রসেনজিৎরা দুই ভাই-ই বিবাহিত। তাঁরাও এই জনমজুরির কাজ করেই পেট চালান।
এদিন লটারি জেতার পর প্রসেনজিৎ জানান, বৃহস্পতিবার সকালে তিনি রাজিপুর গ্রামে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গিয়েছিলেন। তারপর গৃহস্থের কাজের প্রয়োজনেই তিনি ভাতার বাজারে আসেন। সেখানেই এক লটারির দোকানে ঢুকে তিরিশ টাকা দিয়ে একটি লটারি কাটেন। কিন্তু সেই টিকিটই যে ভাগ্য ফিরিয়ে দেবে, তা ঘুণাক্ষরেও ভাবেননি প্রসেনজিৎ।
তিনি আরও বলেন, 'দুপুরে কাজ করতে করতেই এক ফাঁকে আবার টিকিট মেলাতে যাই। তখন দেখি আমার এক কোটি টাকা পড়েছে। সেখান থেকে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসি।' লটারি বিজেতার মা শুভাদেবী বলেন, 'আমরা অনেক কষ্ট করে ছেলেদের বড় করেছি। ওঁদের বৌ-বাচ্চা রয়েছে। তাই কিছু জমিজায়গা কেনা হবে। আর একটা বাড়িও তৈরি করা হবে।' একটা লটারিই যে একবেলার ব্যবধানে এভাবে ভাগ্য বদলে দেবে, তা হয়তো সত্যিই ভাবতে পারেনি বাসুদা গ্রামের মণ্ডল পরিবার।
স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! সারারাত মৃতদেহের পাশে পড়ে রইল চার বছরের একরত্তি