শেষ আপডেট: 2nd August 2020 14:09
দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়ে মৃত সন্দেহে প্রায় ১৭ ঘণ্টা বাড়ির বারান্দায় পড়ে রইল মৃতদেহ! নদীয়ার চাকদহ থানার মদনপুর পশ্চিমপাড়া রেল কোয়ার্টারের এই ঘটনায় মৃত ব্যক্তির নাম সুরেশ মাহাতো। জানা গেছে, ৬০ বছরের সুরেশ মাহাতো মদনপুর রেলস্টেশন সংলগ্ন ওই কোয়ার্টারই থাকতেন বহু বছর ধরে। তিনি আদতে বিহারের মানুষ। মদনপুর স্টেশন-সংলগ্ন এলাকায় যে সবজির হাট বসত, তার মালপত্র ট্রেনে ওঠানো-নামানোর কাজ করতেন তিনি। তবে কোয়ার্টারের একটি ঘরে তিনি একাই থাকতেন। তাঁর ছেলে মদনপুর এলাকাতেই বাড়ি ভাড়া নিয়ে থাকেন। স্থানীয় প্রতিবেশীরা জানিয়েছেন, সুরেশ মাহাতো গত কয়েক দিন ধরেই জ্বর-সর্দি-কাশির সমস্যায় ভুগছিলেন। পরিবারের তরফ থেকে অসুস্থতার খবর পেয়ে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়েও যাওয়া। তবে অভিযোগ, সেখানে চিকিৎসকরা ভাল করে পরীক্ষা না করেই কিছু ওষুধ লিখে দেন। এর পরে বাড়ি ফিরে এলে আবার অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি।