শেষ আপডেট: 2nd January 2022 08:00
দ্য ওয়াল ব্যুরো: নববর্ষের দিনে অশোকনগরে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে জল্পনা। আত্মঘাতী না খুন? রহস্য দানা বেঁধেছে এলাকায়। ঘটনাটি ঘটেছে অশোকনগর আদর্শ পল্লীতে। যদিও মৃত তরুণীর বাড়ি নেতাজিনগর এলাকায়। তবে সপ্তাহ দুই আদর্শপল্লীর একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন ১৮ বছর বয়সী স্মিতা মণ্ডলের। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে ওই ভাড়া বাড়িতে তরুনী দেহ ঝুলন্ত অবস্থায় দেখেন এলাকাবাসী। অশোকনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসত জেলা হাসপাতালে। পরিবার সূত্রে দাবি করা হচ্ছে, মেয়ে যে ভাড়া বাড়িতে আছে সেকথা জানতই না তারা। মৃতার বাবা জানান, গভীর রাত পর্যন্ত মেয়ের ফোনে ফোন আসতো, তাই তাকে বকাঝকা করা হত। সম্প্রতি স্মিতা উচ্চমাধ্যমিক পাশ করেছে, তাই কলেজে ভর্তির কথাও চলছিল। কিন্তু সে দমদমের একটি কল সেন্টারের কাজে যোগ দেয়। বাড়িতে জানায় ঠাকুরনগরে ভাড়া বাড়িতে কাজের সুবিধার্থে থাকবে। যদিও আপত্তি জানান পরিবার। তারপরও আদর্শ পল্লীর ভাড়া বাড়ির ব্যাপারে অবগত ছিলেন না তাঁরা। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, ওই মেয়ের বাড়িতে প্রায়শই একটি ছেলে আসত। যদিও সেদিন এসেছিলেন কিনা সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারছেন না এলাকার মানুষ। আর ঘটনাটি সামনে আসতেই রহস্য দানা বেঁধেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন স্মিতার পরিবার।