শেষ আপডেট: 17th July 2020 03:23
দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ বাজার থানার জাতীয় সড়কের পাশে থেকে উদ্ধার হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ জাতীয় সড়ক থেকে বেলগড়িয়া গ্রামের যাওয়ার রাস্তার মুখে ওই দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বলরাম ঘোষ ওরফে ভবানী ঘোষ। ৫৭ বছরের প্রৌঢ়র বাড়ি মহম্মদ বাজার থানার খয়রাকুড়ি গ্রামে। তিনি আগে সিপিএম দলের সমর্থক ছিলেন বলে জানা গেছে।পরে তৃণমূলে যোগ দেন। আরও পরে বিজেপিতে। জানা গেছে, দুর্নীতির অভিযোগে ভবানী ঘোষকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার পরে আবার তৃণমূলে ফিরেও এসেছিলেন তিনি। এর পরে, বছর তিনেক আগে বিজেপি নেতা ফণীরঞ্জন রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। তবে ইদানীং বিজেপিতে থাকলেও সক্রিয় ছিলেন না। পাশাপাশি জমির দালালি ও বালিঘাটের সঙ্গে যুক্ত ছিলেন ভবানী ঘোষ। গতকাল রাতেই তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভবানী ঘোষের। কিন্তু তাঁর পরিবার তা মানতে রাজি নয়। তাঁদের দাবি, খুন হয়েছেন ভবানী। স্থানীয় বিজেপি নেতা তারাপদ দাস বলেন, মৃতের দেহে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ক্ষত ছিল এবং গলাতেও গভীর ক্ষত ছিল। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে দাবি তাঁরও।