শেষ আপডেট: 22nd December 2023 20:17
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বাড়িতে ইলেক্ট্রিক নেই। সংযোগের জন্য আবেদন করে মিটার এলেও বিদ্যুৎ আসেনি। বিদ্যুতের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিসে ধর্না দিল এক পরিবার।
ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার বাসিন্দা রামমোহন রায়ের বাড়িতে বিদ্যুৎ পৌঁছয়নি। রামমোহনবাবু জানিয়েছেন, বাড়ির পাশেই রয়েছে বিদ্যুতের খুঁটি। তাঁর অভিযোগ, কয়েকজন সমাজবিরোধী তাদের বিদ্যুৎ সংযোগ নিতে দিচ্ছে না। বিদ্যুৎ দফতর মিটার লাগিয়ে গেলেও এখনও পর্যন্ত অন্ধকারেই দিন কাটাতে হচ্ছে তাঁর পরিবারকে। বহুবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই শুক্রবার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে গোটা পরিবার ধর্নায় বসেছিলেন।
এদিন পঞ্চায়েত প্রধান দফতরে অনুপস্থিত ছিলেন। হই হট্টগোলের খবর পেয়েই ধুপগুড়ি থানার পুলিশ সেখানে আসে। সমস্যা সমাধানের আশ্বাস দিলে ধর্না তুলে নেন তাঁরা।
রামমোহন রায় জানিয়েছেন, সমাজবিরোধীরা বাড়িতে বিদ্যুৎ সংযোগ করতে দিচ্ছে না এই অভিযোগ নিয়ে বহুবার প্রধানকে তিনি জানিয়েছিলেন। কিন্তু প্রধান এই সমস্যা সমাধানে গুরুত্ব দিচ্ছেন না।
গ্রাম পঞ্চায়েত প্রধান ফণীন্দ্রনাথ রায় প্রধান জানিয়েছেন, ''বিষয়টি নিয়ে বহুবার বসা হয়েছে। ওরা সকলে ঘনিষ্ঠ আত্মীয়, জমি নিয়ে পারিবারিক সমস্যা রয়েছে। উভয়ে উভয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল। এর আগে বিদ্যুতের খুঁটি নিয়ে এসে ঘুরে যেতে হয়েছে। বহুবার তাদের বোঝানো হয়েছে ।''