শেষ আপডেট: 18th October 2022 18:35
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: শনিবার হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের কামরা থেকে এক যুবককে ফেলে দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। এবার ওই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার (arrest) করল পুলিশ। জানা গেছে, ওই ব্যক্তি কলকাতা পুলিশের (Kolkata Police) কনস্টেবল (constable) পদে কর্মরত।
জানা গেছে, রামপুরহাট (Rampurhat) থানার পুলিশ ঘটনার পরদিন মূল অভিযুক্তের সঙ্গে থাকা নাসির শেখ নামে একজনকে গ্রেফতার করেছিল। এরপরই মঙ্গলবার কলকাতার মির্জা গালিব স্ট্রিটের কাছ থেকে মূল অভিযুক্ত মন্টু মণ্ডলকে গ্রেফতার করা হয়। সেখান থেকেই তাকে বীরভূম নিয়ে যাওয়া হয়। এরপরই রামপুরহাট আদালতে তোলা হয় তাকে। বিচারক অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, অভিযুক্ত সেই ব্যক্তি মন্টু মণ্ডল গত শনিবার চলন্ত হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের কামরা থেকে সজল শেখ নামের এক যাত্রীকে ঠেলে ফেলে দেয়। এরপর কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে। চাঞ্চল্যকর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে দেখা যায়, চলন্ত ট্রেনের মধ্যেই দু’জন যাত্রীর জোর ঝামেলা লাগে। এরপরই শুরু হয় হাতাহাতি, ধাক্কাধাক্কি। আর তারপরই এক যাত্রীকে একধাক্কায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় সে।
উল্লেখ্য, সেই কামরাটি ছিল বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য। জানা গেছে, যে এই ভিডিওটি করেছেন তিনি মূক ও বধির। তাঁর পোস্ট করা ভিডিওর সূত্র ধরেই ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত যুবককে রেললাইনের ধার থেকে উদ্ধার করেছিল রেল পুলিশ। সেই যুবক সজল শেখ এখন রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
ধারের টাকা ফেরত চাইতেই শুরু বাঁশপেটা, বেঘোরে প্রাণ হারালেন কৃষ্ণনগরের বাসিন্দা