শেষ আপডেট: 3rd August 2023 12:41
দ্য ওয়াল ব্যুরো: করোনা (Covid) আবারও মাথাচাড়া দিয়েছে। ইদানীংকালে আরও চারজনের মৃত্যু হয়েছে কোভিড সংক্রমণে। সূত্রের খবর, নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাত মাসের এক শিশুর। ভাইরাস সংক্রমণে জটিল উপসর্গ দেখা দিয়েছিল শিশুটির শরীরে।
করোনায় সাত মাসের শিশুর মৃত্যুর খবর পেয়েই নড়েচড়ে বসে চাকদহ পুরসভা। শিশুটি নদিয়ার চাকদহ পুরসভার উত্তর ঘুগিয়া এলাকার বাসিন্দা। ওই এলাকা স্যানিটাইজ করা হচ্ছে বলে খবর।
জানা গেছে, বাচ্চাটি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল। কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে একটু সুস্থ হলে বাড়ি নিয়ে যান অভিভাবকরা। পরে আবারও অসুস্থ হয়ে পড়ে শিশুটি। জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারদের সন্দেহ হয়। করোনা (Covid) টেস্ট করিয়ে পজিটিভ ধরা পড়ে। সেইসঙ্গে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে, নিউমোনিয়া, টিউবার কিউলোসিসের মতো জটিল রোগও বাসা বেঁধেছে শিশুটির শরীরে।
আরও পড়ুন: সীমা এবার বলিউডে! 'র' অফিসারের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে, দিয়েছেন অডিশনও
শিশুরোগ বিশেষজ্ঞরা বলছেন, করোনার কী ধরনের স্ট্রেন বাচ্চাটির শরীরে ছড়িয়েছিল তা জানার চেষ্টা চলছে। কোভিডের ওমিক্রন প্রজাতি ছড়িয়ে পড়ার পরে দেখা গিয়েছিল শিশু ও কমবয়সিদের মধ্যেও ওই প্রজাতি দ্রুত ছড়াচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বড়দের থেকেই সংক্রমণ ছড়াচ্ছে ছোটদের মধ্যে। জ্বর আসছে ঘুরেফিরে, গায়ে-হাত পায়ে ব্যথা, সর্দি-শুকনো কাশি, সেই সঙ্গেই শ্বাসকষ্ট ভোগাচ্ছে। কোভিড নিউমোনিয়া হতেও দেখা যাচ্ছে অনেকের।