শেষ আপডেট: 27th October 2020 16:30
দ্য ওয়াল ব্যুরো: সেই পঞ্চমী থেকে রাজ্যে দৈনিক সংক্রমণ চার হাজারের গণ্ডি পার করছিল প্রতিদিন। একাদশীতে অবশেষে চার হাজারের নীচে নামল রাজ্যের সংক্রমণ। তবে করোনায় দৈনিক মৃত্যু এবং সংক্রমণে দেশে ২ নম্বরে রয়েছে বাংলা। দৈনিক সংক্রমণে কেরলের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। আর দৈনিক মৃত্যুতে মহারাষ্ট্রের পরেই স্থান এ রাজ্যের। একদিনে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ৪,২৮৭ এবং বাংলায় ৪,১২১। অন্যদিকে একদিনে মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৮৪ জনের। আর এ রাজ্যে ৫৯ জনের। প্রসঙ্গত, স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী দ্বিতীয় স্থানে ছিল বাংলা। দেশে কোভিড সংক্রমণের ৪৯.৪ শতাংশই রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ এই ৫ রাজ্যে। এর পাশাপাশি দেশে করোনায় মৃত্যুর ৫৮ শতাংশও রয়েছে ৫ রাজ্যেই। বাংলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। কেন্দ্রীয় দলের রিপোর্ট পেলেই রাজ্যকে নতুন গাইডলাইন দিতে পারে তারা। মঙ্গলবার স্বাস্থ্য ভবন যে বুলেটিন দিয়েছে তাতে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৫৭ জন। আশাব্যঞ্জক এই যে, রাজ্যে এক দিনে সুস্থ হয়েছেন প্রায় সমপরিমাণ মানুষ। একদিনে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৯১৭ জন। মাঝে বেশ কয়েক সপ্তাহ আক্রান্ত ও সুস্থ হওয়ার মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছিল। যত জন আক্রান্ত হচ্ছিলেন তার অনেক কম সুস্থ হচ্ছিলেন। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল কোভিড সক্রিয় রোগীর সংখ্যা। কিন্তু এদিনের বুলেটিনে এক লহমায় সেই ফারাক মুছে গিয়েছে। যদিও রাজ্যে এক দিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এদিনের বুলেটিনেও কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় সংক্রমণ ব্যাপক। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮৮৪ জন এবং উত্তর ২৪ পরগনায় ৮৭৫ জন। ভাল খবর এই যে, দুই জেলাতেই ২৪ ঘণ্টায় আক্রান্তের সুস্থ হয়েছেন বেশি মানুষ। কলকাতাতে সেরে উঠেছেন ৯৮৭ জন এবং উত্তর ২৪ পরগনায় সেরে উঠেছেন ৯৮৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪৯ জন। তা ছাড়াও হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর,নদিয়া, দার্জিলিং ও মালদায় শতাধিক করে মানুষ আক্রান্ত হয়েছেন। এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লক্ষ ৫৭ হাজার ৭৭৯ জন। সেরে উঠেছেন তিন লক্ষ ১৪ হাজার তিন জন। এ পর্যন্ত রাজ্যে করোনায় মারা গিয়েছেন ছ'হাজার ৬০৪ জন। এই মুহূর্তে রাজ্যে কোভিড সক্রিয় রয়েছে ৩৭ হাজার ১৭২ জনের শরীরে। এই পর্যন্ত রাজ্যে সাড়ে ৪৩ হাজারের কাছাকাছি স্যাম্পল টেস্ট হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ১০৮ জনের।