শেষ আপডেট: 13th September 2020 15:47
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে মোট ২ লক্ষ ছাড়িয়ে গেল করোনা সংক্রামিতের সংখ্যা। রবিবার সন্ধেয় এমনটাই জানাল স্বাস্থ্য দফতরের বুলেটিন। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৩২১৫ জন। সংক্রমণ নিয়ে মারা গেছেন ৫৮ জন। এঁদের মধ্যে ১৩ জনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সেরেও উঠেছেন ৩০৫৪ জন। ফলে এই মুহূর্তে রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা ২ লক্ষ ২ হাজার ৭০৮ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭৫ হাজার ১৩৯ জন। সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৯৪৫ জনের। এই মুহূর্তে করোনা সংক্রমণ রয়েছে ২৩ হাজার ৬২৪ জনের। রাজ্যে ডিসচার্জ রেট ৮৬.৪০ শতাংশ। জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত কলকাতায়, ৫৪১ জন। তার পরেই আছে উত্তর ২৪ পরগনা, যে জেলায় ৫২৭ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এর পরে আছে পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা। এই তিন জেলায় সংক্রামিত হয়েছেন ২২০, ২০৯, ১৮৪ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন সবচেয়ে বেশি, ১৩ জন এবং কলকাতায় ১২ জন। তবে হাওড়ায় কোভিড সংক্রমণের হার অনেক কমে গেছে। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে সংক্রামিত ১৭২ জন। তবে গোটা রাজ্যে একমাত্র ঝাড়গ্রাম ও কালিম্পং এই দুই জেলায় সংক্রমণ ও মৃত্য়ুর মাত্রা অনেক কম। তাছাড়া বাকি সব জেলাতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা টেস্ট হয়েছে ৪৭ হাজার ৩১৮টি। এই নিয়ে মোট টেস্ট দাঁড়াল ২৪ লক্ষ ৭০ হাজার ৫৮টি। ৭৬টি ল্যাবে হচ্ছে পরীক্ষা, ৯২টি হাসপাতালে চলছে চিকিৎসা।