শেষ আপডেট: 20th September 2020 15:39
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরিয়ে গেল। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্যভবনের বুলেটিন বলছে কলকাতায় ২৪ ঘণ্টায় ৫১৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। তার ফলে মহানগরে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল, ৫০ হাজার ১২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ২৮৪ জন। এদিনের বুলেটিনেও দেখা গিয়েছে গত কালের মতো শীর্ষে রয়েছে কলকাতা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৫০৭ জন। কোভিড পর্বের শুরুতে কলকাতার পরেই ছিল হাওড়ার সংক্রমণ। শহর থেকে গ্রামীণ হাওড়া প্রায় সর্বত্রই হুহু করে সংক্রমণ ছড়াচ্ছিল। কিন্তু ধীরে ধীরে হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে তা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। গত কয়েক সপ্তাহ ধরে হাওড়ার সংক্রমণ ছিল প্রতিদিন দুশোর নীচে। কিন্তু রবিবারের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় হাওড়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১৮ জন। রবিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৩১৭৭ জনের করোনা ধরা পড়ার পরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু'লক্ষ ২৫ হাজার ১৩৭ জন। যাঁদের মধ্যে সেরে উঠেছেন এক লক্ষ ৯৫ হাজার ৯৭২ জন। রাজ্যে এই মুহূর্তে কোভিড সক্রিয় রয়েছে ২৪ হাজার ৮০৬ জনের শরীরে। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৬১ জনের। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে চার হাজার ৩৫৯ জনের। এ ছাড়াও দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে ১০০-র বেশি করে মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যে একদিনে স্যাম্পল টেস্ট হয়েছে ৪৫ হাজার ৬৫৬টি।