শেষ আপডেট: 16th November 2020 15:09
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মী পুজোর আগে বাংলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ছিল ৩৭ হাজারের ঘরে। কালী পুজোর পর সেটাই নেমে এল ২৭ হাজারে। আড়াই সপ্তাহ ধরে টানা এ রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থ হচ্ছেন বেশি মানুষ। য়ার ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমছে হুহু করে। সোমবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত তিন হাজার ১২ জন। অন্য দিকে সেরে উঠেছেন চার হাজার ৩৭৬ জন। অর্থাত্ আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন প্রায় দেড় হাজার বেশি মানুষ। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা চার লক্ষ ৩৪ হাজার ৫৬৩ জন। সেরে উঠেছেন তিন লক্ষ ৯৮ হাজার ৯৫২ জন। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা সাত হাজার ৭১৪ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭ হাজার ৮৯৮ জন।