শেষ আপডেট: 12th December 2024 22:05
দ্য ওয়াল ব্যুরো: আবারও হাতির হানা। আবারও প্রাণ গেল তিন মহিলার। গুরুতরভাবে জখম আরও একজন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দাবাড়ির জঙ্গলে।
স্থানীয় সূত্রে খবর, কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়ি এলাকা থেকে প্রায় ১০ জন মহিলা এদিন জঙ্গলে জ্বালানির জন্য কাঠ আনতে গিয়েছিলেন। ফেরার পথেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
দলে থাকা অন্যান্য মহিলাদের কথায়, তাঁরা যখন ফেরার জন্য বাড়ির পথ ধরেছেন, তখনই আচমকা একটা দাঁতাল জঙ্গলের বুক চিড়ে তেড়ে আসে। তিন মহিলাকে শুঁড়ে তুলে আছাড় মারতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আরও একজনকেও আক্রমণ করে ওই দাঁতাল। তিনি আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
চাঁদমনি ওরাও, রেখা বর্মন নামে দু'জনের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দেহের ময়নাতদন্ত হবে বলে জানা যাচ্ছে। আরও একজনের দেহের খোঁজ করা হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে জঙ্গলে। পুলিশ, বন দফতরের আধিকারিকরা যৌথ অভিযানে নেমেছেন।