শেষ আপডেট: 30th November 2021 14:40
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে সোনা জিতে ফিরল বাংলার তিন ক্যারাটে কন্যা।
গত ২৭, ২৮ ও ২৯ নভেম্বর সিকিমের রাজধানী গ্যাংটকের ডেভেলপমেন্ট এরিয়ার তাসি নামগিয়াল উচ্চ মাধ্যমিক স্কুলে জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল। বাংলা থেকে পারমিতা দত্ত রায়, জাহ্নবী বিশ্বাস ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা মূর্মূ এই খেলায় অংশগ্রহণ করার জন্য রওনা দিয়েছিলেন গ্যাংটকের উদ্দেশ্যে। এছাড়াও পুরুলিয়ার বলরামপুরের বাসিন্দা আট বছরের অভিরূপ গড়াইও ছিল সেই দলে। জানা গেছে, পারমিতা ও প্রিয়াঙ্কা চলতি বছরে রাজ্য স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক এবং জাহ্নবী রুপোর পদক জিতে জাতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি আগামী বছরে রাশিয়ায় হতে চলা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় খেলার জন্য সিলেকশনেও অংশগ্রহণ করে এই তিন ক্যারাটে কন্যা।
প্রথমবার জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েই প্রতিযোগিতা থেকে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছে তিনজন। তিন স্বর্ণকন্যার প্রশিক্ষক কৌশভ সান্যাল জানান, পারমিতা যখন ক্যারাটে শিখতে শুরু করে তখন সে ছয় মাসের কন্যা সন্তানের জননী। আর আজ এই সাফল্য। সত্যিই অভাবনীয়! নিজের সাফল্যে খুশি পারমিতাও।
অন্যদিকে, হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা জাহ্নবীর লড়াইটাও ছিল একইরকম। আট বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়েই ক্যারাটের জগতে পা রাখেন তিনি। মাত্র দেড় বছরের মধ্যেই রপ্ত করে নেন ক্যারাটের প্যাঁচ।
ক্যারাটের রিংয়ের ভেতরের লড়াইয়ে ক্রমেই সাবলীল হয়ে ওঠেন এই দুই মহিলা। তাঁরা প্রমাণ করেছেন শিক্ষার কোনও বয়স নেই। ইচ্ছা থাকলে যে কোনো বয়সেই শিক্ষা শুরু করা যায়। বর্তমানে এই দুই মহিলা দুই জেলার মহিলাদের কাছে আদর্শ হয়ে উঠেছেন।