শেষ আপডেট: 3rd September 2023 08:14
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথমবর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য। র্যাগিংয়ের জেরেই এমন ঘটনা এটা স্পষ্ট হওয়ার পরেই শোরগোল পড়ে যায় সর্বত্র। র্যাগিং বন্ধের বৈজ্ঞানিক উপায় নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়। এমন আবহেই র্যাগিং (stop ragging) ঠেকাতে স্মার্ট সিকিউরিটি কিট (smart security kit to stop ragging) আবিষ্কার করলেন তিন তরুণ গবেষক।
ইন্দ্রনীল জানান,স্মার্ট শার্ট, স্মার্ট চাবির রিং এবং স্মার্ট মোবাইল কভার হিসেবে এই সিকিউরিটি কিট তৈরি করেছেন তাঁরা। মোবাইল কভারটি চার্জ করা যায়। ব্লু-টুথের মাধ্যমে তা চালু থাকবে। কেউ র্যাগিংয়ের শিকার হলে বা বিপদে পড়লে যে র্যাগিং করছে তাকে বুঝতে না দিয়েই বাড়িতে খবর দিতে পারবেন। মোবাইলে স্মার্ট কভার শার্টে লাগানো ডিভাইসে ছুঁয়ে দিলেই সেই পড়ুয়ার বাড়িতে নির্দিষ্ট মোবাইলে মেসেজ চলে যাবে। বাড়িতেই থাকা বাল্ব জ্বলে উঠবে এবং বেজে উঠবে অ্যালার্ম। তিনি বলেন, “এরফলে পরিবার জানতে পারবে তাঁদের ছেলে বা মেয়ে কোনও বিপদে পড়েছে। মোবাইল ফোনের লোকেশন দেখিয়ে দেবে কোন জায়গার ঘটনা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন অভিভাবকরা। একাধিক মোবাইল নম্বরকে যুক্ত করা যাবে এই প্রযুক্তিতে।”
অয়ন ও শঙ্খদীপ জানান, এর জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। র্যাগিং আটকাতে বা কারও সঙ্গে র্যাগিং হলে তা পরিবারকে জানাতে এই সিকিউরিটি কিট খুবই কাজে দেবে। তাঁরা বলেন, “গত এক বছর ধরে এই কাজ চলছিল। যাদবপুরের ঘটনায় এই প্রযুক্তির উপযোগিতা এখন আরও বাড়ল। যারা বাইরে পড়তে যান বা হস্টেলে থাকেন বা বাইরে চাকরি করেন, তাদের অভিভাবকরা চিন্তায় থাকেন। এমবেডেড (EMBEDDED)সিস্টেম রোবোটিকস ইন্টারনেট অফ থিঙ্কস্ নামের এই সিকিউরিটি কিট তাঁদেরই পাশে দাঁড়াতে তৈরি।
চন্দননগরের অয়ন, নিউ আলিপুরের ইন্দ্রনীল আর যাদবপুরের শঙ্খদীপ, তিনজনই পেশায় ইঞ্জিনিয়ার। পুজোর আগেই এই কিট পাওয়া যাবে বলে জানান এই গবেষকরা। দাম পড়বে তিন থেকে পাঁচ হাজার টাকা।
হস্টেলের চারতলা থেকে কীভাবে পড়ে যায় রীতি? মমতার নির্দেশে তদন্ত করতে অন্ধ্রে গেল বাংলার পুলিশ