শেষ আপডেট: 2nd September 2020 15:55
দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করেনায় আক্রান্ত হয়েছেন ২৯৭৬ জন। করোনা নিয়ে মারা গেছেন, ৫৬ জন। বুধবার সন্ধেয় স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিন এমনটাই জানিয়েছে। এর ফলে, এই নিয়ে পরপর তিন দিন করোনা আক্রান্তের সংখ্যা থাকল তিন হাজারের নীচে। মৃতের সংখ্যাও প্রায় একই জায়গায় ঘোরাফেরা করছে দিন দশেক ধরে। তবে সবচেয়ে জরুরি বিষয় হল, আজও সুস্থ হয়ে উঠেছেন ৩২৯৭ জন। পরপর দু'সপ্তাহ ধরে প্রতিদিন তিন হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠছেন রাজ্যে। এই নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা রাজ্যে দাঁড়াল, ১ লক্ষ ৪০ হাজার ৯১৩। অন্য দিকে রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৯৭ জন। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রয়েছে ২৪ হাজার ৪৪৫ জনের দেহে। ডিসচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৫৩ শতাংশ। রাজ্যে আজ করোনা টেস্ট হয়েে ৪৪ হাজার ১২০ জনের। মোট টেস্টের সংখ্যা দাঁড়াল ১৯ লক্ষ ৭৫ হাজার ৪৯৩। ৭০টি ল্যাবে হচ্ছে টেস্ট, ৮৭টি হাসপাতালে হচ্ছে চিকিৎসা। এদিন উত্তর ২৪ পরগনা জেলায় সংক্রমণের হার মারাত্মক বেশি। গত ২৪ ঘণ্টায় মোট ৭২৮ জন সংক্রামিত এই জেলায়! আবার মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি কলকাতায়। ১৭ জন মারা গেছেন এক দিনে। আক্রান্ত ৩৯৩ জন। আক্রান্তের নিরিখে তার পরেই আছে গুগলি, ২৪৭ জন সংক্রামিত সেখানে এক দিনে। তার পরে আছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, এই তিন জেলায় মোট আক্রান্ত ১৫০, ১৪৪, ১৩৭। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে চিন্তা বাড়িয়েছে জলপাইগুড়ি, ১২৪ জন আক্রান্ত হয়েছেন সে জেলায়।