শেষ আপডেট: 30 November 2022 03:01
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ধর্মঘট নেই। ছুটিও মার যায় না!
এ বছর ২৫ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস (Christmas) পড়েছে রবিবার। এক দিকে ভাল। ক্রিসমাস উইকেন্ডে চুটিয়ে ছুটি কাটানোর সুযোগ রয়েছে। কিন্তু ক্রিসমাস রবিবার পড়ায় রাজ্য সরকারি কর্মচারীদের (state government employees) অনেকের আপশোস ছিল। তাঁরা মনে করছিলেন, ছুটিটা মার গেল বোধহয়।
কিন্তু না তা হল না। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হল যে ২৬ ডিসেম্বরও ক্রিসমাসের জন্য সরকারি অফিস কাছারি, স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত সব বন্ধ থাকবে।
যার অর্থ পরিষ্কার। তা হল শুক্রবার বিকেলের পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লম্বা ছুটি ক্রিসমাসে। বড় দিন এ বার যেন সত্যিই বড়।
আট বছরের ছেলেকে গিলে খেল কুমির! মা-বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বিপত্তি