শেষ আপডেট: 14th September 2023 10:59
দ্য ওয়াল ব্যুরো: এবার দমকল বিভাগের (Fire Brigade) নিয়োগে বেনিয়মের অভিযোগ। বীরভূমে অক্সিলারি ফায়ার অপারেটর পদে বেআইনিভাবে ২৫ জনকে নিয়োগের অভিযোগে মামলা হয়।
২০১৭ সালে সারা রাজ্যে ১৫০০ জনকে অক্সিলারী ফায়ার অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যে। আদালতের এদিনের এই নির্দেশের ফলে বাকিদের চাকরির ভবিষ্যতও প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। তবে রায় দিতে গিয়ে বিচারপতি বসাক স্পষ্টভাবে জানিয়েছেন, এই নির্দেশ বীরভূমের মামলার ক্ষেত্রে দেওয়া হলেও (25 jobs canceled in the High Court) আর কোনও জেলায় যদি এমন পদে নিয়োগ হয়ে থাকে সেসব বিষয়েও সঠিক পদক্ষেপ নিতে হবে রাজ্যকে।
আদালতের বক্তব্য, দমকলের মতো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী নিয়োগ হয়, সেখানে এমন অস্থায়ী নিয়োগ যথাযথ নয়। পাশাপাশি এটা স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি।
বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী শিবির। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এমন একটা সরকার, যাদের আমলে প্রতিটি নিয়োগের সঙ্গেই দুর্নীতি জড়িয়ে রয়েছে। এর ফলে হয়রানি মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।” আরও একধাপ এগিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “শুধু নিয়োগ প্রক্রিয়া বাতিল করলে হবে না, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করেও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
আরও পড়ুন: এবার রাজ্যপালের বিরুদ্ধে মানহানির মামলা, আইনি নোটিস ধরালেন ১২ জন উপাচার্য