শেষ আপডেট: 17th November 2022 07:54
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বেশ কিছুদিন শান্ত থাকার পর বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠেছিল কেশপুর (Keshpur)। স্থানীয় চড়কা গ্রামে বোমার (Bombs) আঘাতে এক তৃণমূল কর্মীর হাত উড়ে যায়। সেই ঘটনার পর ২৪ ঘণ্টাও কাটেনি, এবার কেশপুর থেকে উদ্ধার হল ২৫টি তাজা বোমা। বম্ব স্কোয়াড এসে নিষ্ক্রিয় করে বোমাগুলি।
বুধবার দুপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে কেশপুরের চড়কা গ্রামে তৃণমূলের পক্ষ থেকে মিছিলের ডাক দেওয়া হয়। তারই প্রস্তুতি চলাকালীন হঠাৎ শুরু হয় বোমাবাজি। আর তাতেই হাত উড়ে যায় এক তৃণমূল কর্মীর। এই ঘটনায় তৃণমূলেরই অপর গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল ওঠে। যা নিয়ে শাসকদলকে নিশানা করে বিজেপি। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা অজিত মাইতি। উল্টে তিনি অভিযোগ করেন, বিজেপি ও সিপিএম মিলে পঞ্চায়েত ভোটের আগে কেশপুরকে অশান্ত করার চেষ্টা করছে।
এই অবস্থায় বৃহস্পতিবার চড়কা গ্রামের জঙ্গলের একটি কালভার্টের নীচ থেকে উদ্ধার হয় ২৫টি তাজা বোমা। বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর পাঠানো হয়। নিয়ে আসা হয় ফায়ার ব্রিগেডের গাড়ি। শেষে ওই জঙ্গলেই বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। এই ঘটনার পর কেশপুরে উত্তেজনা চরমে উঠেছে। পঞ্চায়েত ভোটের সময় ফের কেশপুর অশান্ত হয়ে ওঠার আশঙ্কায় ভুগছে স্থানীয়রা।
মিনাখাঁর ধৃত 'মামা' আবুল গাইন কে? তাঁর বাড়িতে এসেই বোমা ফেটে মারা গিয়েছে ৮ বছরের ভাগ্নি