শেষ আপডেট: 7th December 2020 16:32
দ্য ওয়াল ব্যুরো: দেশের অষ্টম রাজ্য হিসেবে পাঁচ লক্ষের বেশি সংক্রমণের তালিকায় গতকালই পৌঁছে গিয়েছিল পশ্চিমবঙ্গ। আজ সোমবার সন্ধেয় স্বাস্থ্য দফতরের বুলেটিন প্রকাশিত হওয়ার পরে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় আরও ২২১৪ জন সংক্রামিত হয়েছেন রাজ্যে। ফলে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫ হাজার ৫৪। তবে সংক্রমণের সংখ্যা অনেক বাড়লেও, এ রাজ্যে সেরেও উঠেছেন বহু মানুষ। গত ২৪ ঘণ্টায় কোভিডজয়ীর সংখ্যা ২২৩১। ফলে আজ, সোমবার পর্যন্ত রাজ্যে মোট সেরে উঠেছেন চার লক্ষ ৭২ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৮ জনের মৃত্যু হওয়ার পরে রাজ্যে এ পর্যন্ত সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৭১ জনের। তার মধ্যে অবশ্য ৭৩৪৬ জনেরই কোমর্বিডিটি রয়েছে বলে জানিয়েছে রাজ্য। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৩ হাজার ৮২৯। ডিসচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪৫৩ জনের করোনা টেস্ট হওয়ার পরে রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লক্ষ ৬৭ হাজার ৩০৭। প্রতি দশ লক্ষ জনসংখ্যার নিরিখে টেস্ট হয়েছে ৬৮ হাজার ৫২৬ জনের। ৯৭টি ল্যাবে টেস্ট হচ্ছে করোনার, চিকিতসা চলছে ১০২টি হাসপাতালে। রাজ্যে করোনা সংক্রমণের শীর্ষে প্রথম থেকেই রয়েছে দুই জেলা, কলকাতা ও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টাতেও সংক্রমণ কলকাতাতেই সর্বাধিক, ৫৯৩ জন। ফলে কলকাতায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ১২ হাজার ১৪৮ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রামিত প্রায় একই, ৫৮৩ জন। ফলে এ জেলায় মোট সংক্রমণ ১ লক্ষ ৫ হাজার ৮০৩। এদিন এই দুই জেলায় মারা গেছেন ১৫ জন ও ১৪ জন। এছাড়া হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর-- এই তিনটি জেলাতেই কেবল সংক্রমণ ছাড়িয়েছে ১০০-র বেশি। উত্তরের জেলাগুলির মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দার্জিলিংয়ে, ৬১ জন। আলিপুরদুয়ার জেলায় অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা সবচেয়ে কম, ৯৫ জন।