শেষ আপডেট: 19th July 2023 13:44
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ২১শে জুলাই (21 July) শহিদ দিবস। তার আগে বাস উধাও (Bus Problem)। ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না যাত্রীরা। এমনই অভিযোগ উঠল বর্ধমানে।
বর্ধমান (Bardhaman) শহরের দু'প্রান্তে দু'টি বাস টার্মিনাস। শহরের উত্তর উপকণ্ঠে উত্তরা আর দক্ষিণে পূর্বাশা বাসস্ট্যান্ড। প্রতিদিন দু'টি বাস টার্মিনাস থেকে বিভিন্ন রুটে কয়েক হাজার বাস চলাচল করে।
বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের কার্যনিবার্হী কমিটির সদস্য শান্তনু গুপ্ত বলেন, “১৭ জুলাই থেকেই বাস কমে গেছে বিভিন্ন রুটে। ২১ জুলাইয়ের সভার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাস আটকে রেখেছেন। এতে একদিকে যেমন সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, তেমনি বাস বসে যাওয়ায় পরিবহণ কর্মীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা প্রতিবছরই সভার জন্য বাস দিয়ে থাকি। এ বছরও দেব। কিন্তু আগে থেকে যাতে বাস আটকে না রাখা হয়, তার জন্য দলের কর্মীদের সতর্ক করা উচিত।”
বর্ধমানের আলিশায় পূর্বাশা বাস টার্মিনাস থেকে হুগলির আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর জেলার বাস চলাচল করে। প্রতিদিন প্রচুর সংখ্যক বাস এই স্ট্যান্ড থেকে যাতায়াত করে। কিন্তু বুধবারের চিত্র ঠিক উল্টো। যাত্রী আছে, কিন্তু বাস নেই। যাত্রীরা বাসের জন্য হাপিত্যেশ করে দিনভর বসে আছেন। তবুও বাস পাচ্ছেন না। একই ছবি বর্ধমানের উত্তরা বাস টার্মিনাসেও। এখান থেকে বোলপুর, গুসকরা, কাটোয়া, কালনা, মুর্শিদাবাদ, নবদ্বীপ, কৃষ্ণনগর, দুর্গাপুর, আসানসোল রুটে বাস চলাচল করে। এখানেও দিনভর একই সমস্যা। বাস ধরতে আসা যাত্রী প্রশান্ত সাহা বলেন, “খুবই খারাপ অবস্থা। বাস একদম চলছে না।” আরেক যাত্রী লক্ষ্মণ দলুই বলেন, “২১ জুলাইয়ের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জায়গায় জায়গায় বাস আটকে রেখেছেন। সেই জন্যই রাস্তায় বাস নেই।”
কংগ্রেস নেতা গৌরব সমার্দার বলেন, “এসব নিয়ে মুখ্যমন্ত্রীর কোনও মাথাব্যথা নেই। কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।” কটাক্ষ করতে ছাড়েননি বর্ধমান সদর জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি বলেন, “সাধারণ মানুষ বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছে। অথচ প্রশাসন উদাসীন।” জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়ার সাফাই, “গত ১৭ জুলাই আমাদের দলীয় বৈঠকে ঠিক হয়, কোনও ভাবেই আগে থেকে বাস আটকে রাখা যাবে না। আমার কাছে বাস চলছে না এমন কোনও খবর নেই।”
অচলাবস্থা কাটল, বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাসে যোগ দেবেন আইনজীবীরা