শেষ আপডেট: 21st September 2018 08:49
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : ছাত্রদের আন্দোলন দমনে পুলিশের গুলি ও দুই কলেজ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে কার্যত থমকে উত্তর দিনাজপুরের জীবনযাত্রা। ঘটেছে বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির ঘটনাও। রায়গঞ্জে ভাঙচুর করা হয় তিনটি সরকারি বাস। তিনজন বিজেপি সমর্থককে আটক করেছে পুলিশ। আজও থমথমে ইসলামপুরের দাড়িভিটা। গতকালের গণ্ডগোলের পর রাতে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ধরপাকড় ও নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছেন দাড়িভিটার বাসিন্দারা। আজ সকালে রায়গঞ্জের রূপাহারের কাছে শিলিগুড়িগামী একটি সরকারি বাসে হামলা চালায় বনধ সমর্থকরা। সমস্ত যাত্রীদের নামিয়ে ভাঙচুর করা হয় বাসটি। কিছু পরে রায়গঞ্জেরই কসবা মোড়ে ফের একটি সরকারি বাস ভাঙচুর করা হয়। যাত্রীদের জোর করে নামিয়ে দিয়ে বাসে ভাঙচুর চালানো হয় পানিশালাতেও। বিজেপির ডাকা বনধে এ দিন সকাল থেকেই জেলাজুড়ে ব্যস্ততার ছবিটা ছিল উধাও। সর্বত্র সরকারি বাস চললেও বেসরকারি যানবাহন তেমন নজরে আসেনি। https://www.youtube.com/watch?v=R01EqtRVXnE জেলার সর্বত্রই বেশিরভাগ বাজার দোকানও বন্ধ ছিল। পুরনো বাসিন্দারা জানান, এর আগে জেলায় যে কোনও দল বনধ ডাকলে শহরে দোকানপাট বন্ধ থাকলেও বাইরের দিকে খোলা থাকতো কিছু দোকান। কিন্তু এ বার পুলিশের গুলিতে দু-দুটি তরুণের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। তাই কে বনধ ডাকল, সেটা না দেখে সার্বিকভাবেই শোক পালন করছে গোটা জেলা। এখনও ইসলামপুর হাসপাতালে ভর্তি রয়েছেন গুলিতে জখম চারজন গ্রামবাসী। জনতার ছোড়া ইটের আঘাতে জখম একজন মহিলা পুলিশকর্মী সহ তিনজন পুলিশকর্মী ভর্তি রয়েছেন এই হাসপাতালে। এ দিকে গতকাল রাতভর এলাকায় তল্লাশির নামে বাড়ি বাড়ি ঢুকে পুলিশ নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছেন দাড়িভিটা গ্রামের বাসিন্দারা। মহিলা ও শিশুদেরও রেয়াত করা হয়নি বলেও অভিযোগ।