শেষ আপডেট: 20th January 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নাবালিকা নয়। এবার এক নাবালকের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল জলপাইগুড়ি জেলার পকসো আদালত। কোনও নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে এই প্রথম জলপাইগুড়ি পকসো আদালত সাজা ঘোষণা করল।
২০১৯ সালের কালীপুজোর সময় রাজগঞ্জ ব্লকের একটি গ্রামীণ এলাকায় প্যান্ডেল তৈরি হচ্ছিল। বন্ধুদের সাথে সেখানে গিয়েছিল বছর ছয়েকের নাবালক। অভিযোগ, সেইসময় পাড়ার এক প্রৌঢ় ৫ টাকা দেওয়ার লোভ দেখিয়ে নাবালক পুত্রটিকে স্থানীয় একটি চা বাগানে নিয়ে যায়। সেখানে যৌন নির্যাতন চালিয়ে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়।
বাচ্চাটি কাদা মাখা শরীরে বাড়ি ফিরে যায়। তার মা কী হয়েছে জানতে চাইলে সব খুলে বলে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। চিকিৎসক ওই নাবালকের চিকিৎসা শুরুর পাশাপাশি গোটা ঘটনা পুলিশকে জানাতে বলেন। ওইদিন রাতেই রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠালে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পরে উচ্চ আদালতে জামিন পায় অভিযুক্ত। মামলা চলতে থাকে।
পকসো আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, "উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। সোমবার ২০ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। সঙ্গে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও একমাসের জেলের সাজা শোনান। একইসাথে নির্যাতিতকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য লিগাল সার্ভিসকে নির্দেশ দেন।