শেষ আপডেট: 17th July 2022 06:10
দ্য ওয়াল ব্যুরো: মালদহের (Maldah) মানিকচকে ভোররাতে ব্যাপক আতঙ্ক। বোমা (Bomb) ধতে গিয়ে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম আরও চারজন।
ঘটনাটি ঘটেছে মানিকচক থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে থমথমে আবহাওয়া মানিকচকে।
সূত্রের খবর, গোপালপুরের চন্ডিপুর মাঠ এলাকায় রাতের অন্ধকারে চলছিল বোমা বাঁধার কাজ। তখনই হঠাৎ নিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বোমা বিস্ফোরণে মৃত্যু হয় দুজনের। মৃতরা হলেন, ফারজান আলি এবং সফিকুল ইসলাম। দুজনেরই বাড়ি গোপালপুর অঞ্চলে। যেখানে বোমা ফেটেছে সেই মাঠটি লোকালয় থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত বলে জানা গেছে।
ঘটনায় আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের অনুমান কোনও দুষ্কৃতীমূলক কাণ্ড ঘটানোর উদ্দেশেই বোমা বাঁধছিল ওই লোকজন। অসাবধানতা বশত বোমা ফেটে যায়।
আরও পড়ুন: বিবাহিত পুরুষের প্রেমে হাবুডুবু ক্লাস ইলেভেনের মেয়ে! তমলুকে পুলিশের দ্বারস্থ নিরুপায় বাবা