শেষ আপডেট: 11th October 2021 06:54
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩০ অক্টোবর উপনির্বাচন। তার আগে পঞ্চমীর রাতেই রক্তগঙ্গা বয়ে গেল কোচবিহারের দিনহাটায় (Dinhata)। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি। মৃত্যু হল দু’জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পাঁচ জন।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিদের নাম মান্নান হক এবং মুজফফর হুসেন। ঘটনায় গুরুতর আহতরা হলেন দুলাল মিঞা, মিন্টু হক, দিলদার হুসেন, আবাইদুল হক এবং জাহাঙ্গির আলম। এর মধ্যে দিলদাল হুসেন গীতালদহ গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সংঘর্ষে জাহাঙ্গিরের ডান হাত কাটা গিয়েছে।
গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল। প্রার্থী উদয়ন গুহ থেকে জেলা নেতৃত্বের কেউই এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। কোচবিহারের পুলিশ সুপার সুপার সুমিত কুমার বলেছেন, বাংলাদেশ সীমান্ত লাগোয়া গীতলদাহ-২ পঞ্চায়েতে রবিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তাতে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পঞ্চায়েতে তৃণমূলের কোন্দল অনেক দিনের। যে গোষ্ঠী পঞ্চায়েত চালায় তাদের বিরুদ্ধে একাধিক বার অনাস্থা এনেছে অন্য গোষ্ঠী। এ নিয়ে আদালত পর্যন্ত মামলা গড়িয়েছে। গত ৪ অক্টোবর কলকাতা হাইকোর্টে গীতলদাহ পঞ্চায়েত নিয়ে শুনানির কথা ছিল। কিন্তু উপনির্বাচনের কারণে তা স্থগিত করা হয়।
কোচবিহারের তৃণমূলে গোষ্ঠী কোন্দল আজকের ব্যামো নয়। গত প্রায় চার-সাড়ে চার বছর ধরে এই জিনিস চলছে। গত পঞ্চায়েত নির্বাচনে মাদার বনাম যুবর কোন্দলে কার্বাইনের মতো অস্ত্র ব্যবহার করার অভিযোগ উঠেছিল শাসকদলের নেতাদের বিরুদ্ধে। তখন নিশীথ প্রামাণিক যুব তৃণমূলের নেতা। একাধিক বার মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েও কোচবিহারের নেতাদের কোন্দল থামাতে বলেছিলেন। কিন্তু দিদির সামনে ঘাড় নাড়লেও পরে আবার যেই কে সেই। এবার পুজোর মধ্যে ভোটের আগে খুনোখুনির ঘটনা ঘটে গেল দিনহাটায়।