শেষ আপডেট: 13th July 2022 10:00
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দার্জিলিংয়ে (Darjeeling) রয়েছেন। গতকাল জিটিএ-এর শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। আজ বুধবার যোগ দিয়েছেন নেপালি কবি ভানু ভক্তর জন্মদিবসের অনুষ্ঠানে। এরমধ্যেই দার্জিলিয়ে হাজির হয়েছেন আরএক মুখ্যমন্ত্রী। তিনি অসমের হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswasharma)। পাহাড়ে পৌঁছেছেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankar)। সব মিলিয়ে জমজমাট দার্জিলিং।
একটা গুঞ্জন তৈরি হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিমন্তের বৈঠক হতে পারে। যদিও রাজ্যপাল টুইট করে জানিয়েছেন, তিনিই ডেকেছেন অসমের মুখ্যমন্ত্রীকে।
মহারাষ্ট্র কাণ্ড নিয়ে সম্প্রতি অসমের বিজেপি সরকারের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানিয়েছিলেন মমতা। এমনকি একনাথ শিন্ডেরা গুয়াহাটির যে হোটেলে ছিলেন তার বাইরে গিয়ে হুজ্জুতি করেছিলেন অসম তৃণমূলের নেতা রিপন বোরাস-হ কয়েকশ কর্মী। তৃণমূলের বক্তব্য ছিল, যে অসমে লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত সেখানে মানুষকে উদ্ধার না করে অন্য একটা রাজ্যের সরকার ভাঙার বেস ক্যাম্প গড়া হয়েছে রাজধানী গুয়াহাটিতে। সেই প্রেক্ষাপটে এদিন মমতা হিমন্তর দেখা হবে কি না তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। যদিও ধনকড় স্পষ্ট করে দিয়েছেন, তাঁর আমন্ত্রণেই হিমন্ত দার্জিলিংয়ের রাজভবনে এসেছেন।
রাজ্যপালের পাহাড়ে যাওয়ার কারণ অবশ্য অন্য। আগামী পরশু ১৫ জুলাই জিটিএ চেয়ারম্যানের শপথগ্রহণ। বিধি অনুযায়ী জিটিএ চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। শুক্রবার তা অনুষ্ঠিত হবে পাহাড়ের রাজভবনে।