শেষ আপডেট: 6th October 2020 17:38
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতে স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে কলকাতায় কোভিডে মৃত্যু সংখ্যা ১৮০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় চিকিৎসাধীন ১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ১৭৯৯। তবে মৃতরা সবাই কলকাতার বাসিন্দা নন, এমনটাই বক্তব্য রাজ্য সরকারের। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাইরের জেলার অনেকে কলকাতার হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁরা কলকাতার বাসিন্দা নন। মৃত্যু সংখ্যায় কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আজ পর্যন্ত ১১৯৪ জনের মৃত্যু হয়েছে। এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩৭০ জন। সেরে উঠেছেন তিন হাজার ৩৬ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু'লক্ষ ৭৭ হাজার ৪৯জন। সেরে উঠেছেন দু'লক্ষ ৪৩ হাজার ৭৪৩ জন। রাজ্যে মোট কোভিডে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৩১৮ জনের। কয়েক সপ্তাহ আগেও রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ছিল ২৪ হাজারের ঘরে। কারণ ধারাবাহিক ভাবে দেখা যাচ্ছিল আক্রান্তের চেয়ে সুস্থ হচ্ছিলেন বেশি জন। ফলে কমছিল অ্যাকটিভ রোগীর সংখ্যা। তবে ফের সুস্থ হওয়ার চেয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে কোভিড সক্রিয় রয়েছে ২৭ হাজার ৯৮৮ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রামিত হয়েছে কলকাতায়, ৭৪২ জন। তারপরই উত্তর ২৪ পরগনা, ৭১২ জন। এছাড়া দুই মেদিনীপুর, হাওড়া, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় শতাধিক করে আক্রান্ত হয়েছেন। হুগলিতে এক দিনে আক্রান্ত হয়েছেন ২০০-র বেশি.মানুষ।