শেষ আপডেট: 14th December 2018 10:41
তৃণমূল আর পুলিশকে হুমকি দেওয়ায় দিলীপের বিরুদ্ধে মামলা কেশিয়াড়ি থানায়
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: কেশিয়াড়িতে সভা করে পুলিশ ও তৃণমূলকে হুমকি দেওয়ায় দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল জেলা পুলিশ। বৃহস্পতিবার কেশিয়াড়ি থানায় এই মামলা রুজু হয়। বুধবার কেশিয়াড়ির জগন্নাথ মন্দির ময়দানের সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কর্মীদের পুঁতে ফেলা আর পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি দেন তিনি। বলেন, “বিজেপির পঞ্চায়েত সমিতি ভাঙাতে এলে তৃণমূল কর্মীদের পুঁতে ফেলা হবে, উর্দি খুলে চামড়া তুলে নেওয়া হবে পুলিশের। পুলিশ বলে ক্ষমা করা হবে না।” এই প্ররোচনামূলক বক্তব্যের জন্যই ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ৫০৬ ও ১২০ (বি) ধারায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ওই সভার আয়োজকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন জেলার এসপি অলোক রাজোরিয়া। এ বারের পঞ্চায়েত নির্বাচনে কেশিয়াড়িতে ভরাডুবি হয় তৃণমূলের। পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীর নিরিখে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও এখনও পঞ্চায়েত সমিতি গঠন হয়নি কেশিয়াড়িতে। তাই সরকারের উপর চাপ সৃষ্টি করতেই এই সভা ডাকে বিজেপি। এই সভায় আক্রমণাত্মক বক্তব্য রাখায় দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি শমিত দাস বলেন, “ দিলীপবাবুর বিরুদ্ধে মামলা দায়ের করে লাভ নেই । তারা নিজেরা যদি নিরপেক্ষ ভূমিকা না নেয় জনগণ পুলিশকে ক্ষমা করবে না।” অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, পুলিশ যেমন মামলা করেছে, তেমন তৃণমূল দলের পক্ষ থেকেও আলাদা করে মামলা করার কথা ভাবছেন তাঁরা।