দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : ভাগ্নির শ্লীলতাহানির প্রতিবাদ করায় মামাকে পিটিয়ে মেরেছিল দুষ্কৃতীরা। মামা ছিলেন পুলিশ কর্মী। ২০১২ সালের মার্চ মাসের সেই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। সেই খুনে অভিযুক্ত সাত জনকে আজ দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর আদালত। আগামীকাল সাজা ঘোষণা হবে তাদের।
এয়ারপোর্ট থানা এলাকায় বিশরপাড়ার বাসিন্দা ছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দাম (৪৮)। দোলের দিন পাশের পাড়ার কিছু যুবক তাঁর ভাগ্নির শ্লীলতাহানি করলে প্রতিবাদ করেন তিনি। এরই জেরে পাশের পাড়ার আট যুবক লোহার রড, ভোজালি, হকি স্টিক নিয়ে হামলা চালায় পুলিশকর্মী অসীমবাবুর উপর। গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই ১১ মার্চ মৃত্যু হয় ওই পুলিশকর্মীর।
প্রাথমিকভাবে এয়ারপোর্ট থানা ঘটনার তদন্ত শুরু করলেও পরে তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। গ্রেফতার হয় সাত অভিযুক্ত। ব্যারাকপুর আদালতে মামলার শুনানি শুরু হয়।
এরপর একাধিকবার মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে নিহত অসীমবাবুর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজি করা হয়। খুনের মামলায় অভিযুক্ত একজন এখনও ফেরার। জব্বর ঘোষ নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতারের চেষ্টা জারি রয়েছে বলে জানিয়েছেন সিআইড়ির তদন্তকারী অফিসার।
এ দিন ব্যারাকপুর আদালত চত্বরে হাজির ছিলেন নিগৃহিতা ওই তরুণী। মামার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি নিয়ে আগামীকালও আদালতে আসবেন তিনি।