দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : ম্যাজিস্ট্রেটের সই নকল করে আসামিদের ছাড়িয়ে নেওয়ার অপরাধে দুই আইনজীবী- সহ সাতজনকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিল ডায়মন্ডহারবার এসিজেএম আদালত। সোমবার বিচারক এই সাজা ঘোষণা করেন।
২০০৪ সালে ডায়মন্ডহারবার আদালতের আইনজীবী সাজাহান জমাদার, বিষ্ণুপদ মণ্ডল এবং ল-ক্লার্ক দীপঙ্কর মণ্ডল, রঞ্জন মুখার্জি, শঙ্কর নাথ চ্যার্টার্জি, দীপক সেন, ও বাবলু মান্না মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেট ডি কে রায়চৌধুরীর সই জাল করে চার অভিযুক্তের জামিন করিয়েছিলেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় হইচই। পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেন সিআইডির গোয়েন্দারাও। গ্রেফতার করা হয় দুই আইনজীবী-সহ সাতজনকে।
সরকারি আইনজীবী সঞ্জীবকুমার হালদার জানান, ধৃতদের বিরূদ্ধে ৪২০ ধারায় প্রতারণা, ৪৬৬ ধারায় মিথ্যে তথ্য দেওয়া-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। প্রায় ১৫ বছর ধরে মামলা চলার পর আজ সাজা ঘোষণা করলেন এসিজেএম মন্দিপ সাহা রায়।