শেষ আপডেট: 28th October 2024 17:09
দ্য় ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: চা বাগানে গাছের মগ ডালে বসে দোল খাচ্ছে চিতাবাঘ। নজরে আসতেই ছুটে পালালেন শ্রমিকরা। সোমবার সাতসকালে সাড়া পড়ল ডুয়ার্সের মানাবাড়ি চা বাগানে।
সকালে চা বাগানের ১৪ নম্বর সেকশনে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। আচমকাই তাঁরা দেখতে পান বাগানে থাকা গাছের মগডালে বসে রয়েছে একটি চিতাবাঘ। দেখেই আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। চিৎকার শুরু করে দেন। বাগান কর্তৃপক্ষের তরফ থেকে বন দফতরকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যান বনকর্মী ও মালবাজার থানার পুলিশ। খবর চাউর হতে প্রচুর মানুষ ভিড় জমায়। তবে বিকেল পর্যন্ত গাছেই রয়েছে চিতাবাঘটি। কড়া নজরদারি চালাচ্ছ বন দফতর ও পুলিশ। বন দফতর সূত্রে খবর এই চিতাবাঘটি সাব অ্যাডাল্ট।
পরিবেশ কর্মী নফসর আলি বলেন, "মানাবাড়ি চা বাগানের ১৪ নম্বর সেকশনে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল। ফলে সেখানে নিরিবিলিতে বাসা বেঁধেছে চিতাবাঘ। এদিন কাজ করতে গিয়ে চিতাবাঘের মুখোমুখি হয় মানুষজন। খবর পেয়ে বন দফতর এসেছে। মানুষকে সরিয়ে দিয়েছেন। গাছের নীচে জাল পাতা হয়েছে। নজরদারি চলছে। পাশাপাশি আমরাও এসেছি। মানুষকে সচেতন করা হচ্ছে।"
ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, বনকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। চিতাবাঘটি এখনও গাছেই রয়েছে। মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে চিতাবাঘটিকে নামিয়ে আনা হবে।