শেষ আপডেট: 24th October 2024 11:52
দ্য ওয়াল ব্যুরো: ছোট থেকে বড়, কালীপুজোর আগের এই সময়ে সকলেই বাজি রোদে দিতে ব্যস্ত থাকে। কিন্তু যেভাবে 'দানা' দাপট দেখাচ্ছে এবছর তাতে কালীপুজোর আগে বাজি রোদে দেওয়ার চেষ্টা বৃথা। এই পরিস্থিতিতে মন খারাপ অনেকেরই। বাজি পোড়াবে কেমন করে, সেনিয়েও প্রশ্ন রয়েছে মনে। চিন্তা নেই, এই আবহাওয়ায়ও বাজি পোড়ানো যাবে দেদার, আগুনের বদলে জলে জ্বলবে তা।
জলে ভিজে ড্যাম্প হওয়ার চাপ নেই। কারণ জল দিয়েই চলবে এই বাজি। জলে পড়লেই ফাটবে। নাম পমপম। পাওয়া যাচ্ছে শিলিগুড়ির বাজারে।
আবহাওয়ার পরবির্তন হয়েছে। এখন কালীপুজোর সময় ঝকঝকে আকাশের বদলে অনেকসময় বৃষ্টিও দেখা দেয়। ফলে বাজি পোড়ানো কার্যত যায় না। এত পরিবর্তনের মাঝে টিকে থাকতে তাই বাজিতেও পরিবর্তন। শিলিগুড়ির বাজি বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে এই কথা। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পমপম বাজির সঙ্গে এসেছে আরও অনেক নতুন বাজি।
জলে বাজি ফাটে, এমন দেখে অবাক অনেকেই। বিকোচ্ছেও ভালই। এর সঙ্গেই এবছর বাজারে নতুন পাওয়া যাচ্ছে ড্রোন, হেলিকপ্টার, রাইডার, সাইক্লোন, হেলিকপ্টার ও ফান রাইডার। ড্রোনের হরেকরকম ধরনও রয়েছে ঝুলিতে। তবে, এবার শিলিগুড়ির বাজার মাতাবে পমপম বাজিই, মনে করছেন ব্যবসায়ী ঝন্টু সরকার। ৩০০ টাকা দিলে পাওয়া যাবে ৩০টা পমপম বাজি।
এদিকে হেলিকপ্টার পাওয়া যাবে ২৫০ টাকায়, রাইডার ৬০০ টাকায় ও সাইক্লোন ৩৫০ টাকায়। রাইডার বাচ্চাদের খেলনা গাড়ির মতো। যার সলতে-তে আগুন দিলে তুবরির মতো জ্বলে গাড়ির মতো এগিয়ে যাবে। সাইক্লোনের সলতে-তে আগুন দিলে সাইক্লোনের মতো হবে এবং হেলিকপ্টারের সলতে-তে আগুন দিলে কিছুটা উপরে উঠে আবার নেমে আসবে।
বাজি বাজার শুরু হয়ে গেছে শিলিগুড়ির কাওয়াখালিতে। কালীপুজো আর কয়েকদিন পরই। ব্যবসায়ীরা মনে করছেন, এই মুহূর্তে বাজারের অবস্থা বোঝা না গেলেও পুজোর আগে এবার ভালই ব্যবসা হবে।