শেষ আপডেট: 30th January 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো: সোমবার উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর হয়ে বিহারে গিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। ২৪ ঘণ্টার ব্যবধানে নিজের নির্ধারিত কর্মসূচি বদলে মঙ্গলবার সেই উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুরে পদযাত্রা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরে রায়গঞ্জের সভা থেকে মমতা বলেন, "বিজেপি, সিপিএম, কংগ্রেসকে হারিয়ে বাংলায় জিততে পারে একমাত্র শুধু তৃণমূল।"
যা দেখে অনেকেই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বস্তুত, জোটের অন্যতম মুখ নীতীশ কুমার বিজেপির সঙ্গে হাত মেলানোর অনেক আগেই আসন রফা নিয়ে জটিলতার জেরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, বাংলায় একাই লড়বে তৃণমূল। এদিনও নেত্রীর বক্তব্যে সেই কথারই ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। সেক্ষেত্রে বাংলায় তৃণমূল এবং কংগ্রেসের জোট হওয়ার সম্ভবনা আরও অনিশ্চিত হল বলেই মনে করা হচ্ছে।
সোমবার রাহুলের পদযাত্রা যে পথ ধরে এগিয়েছিল, এদিন সেই পথ ধরেই দলীয় কর্মীদের নিয়ে হাঁটেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে পদযাত্রাতে পা মিলিয়ে ছিলেন অসংখ্য মানুষ। মমতাকে দেখতে রাস্তার দু'ধারে মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
এনআরসি প্রসঙ্গে এদিন ফের সীমান্তের মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, "ভয় পাবেন না। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও আপনাদের রক্ষা করব। পালাব না।"
মঙ্গলবার রায়গঞ্জের সভা থেকে প্রায় ৪০০ কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, "এক সময় উত্তরবঙ্গ অবহেলিত ছিল। এখন মানুষ উত্তরবঙ্গকে নিয়ে গর্ব বোধ করে।"
মমতার অভিযোগ, মধ্যপ্রদেশ, রাজস্থানে ক্ষমতায় এসে সব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিজেপি। মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, "মানুষের অধিকারও ছিনিয়ে নিতে চাইছে বিজেপি। আপনি কী খাবেন, কী পরবেন, সেটাও ওরা ঠিক করে দিতে চাইছে। এটা কি আপনারা মেনে নেবেন?"
একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, "এবারে কেন্দ্রের সরকারের কিন্তু কোনও বাজেট নেই। শুধু বেতনের টাকা দিতে হবে। ফলে ভোটের সময় আবার মিথ্যে প্রতিশ্রুতি দেবে।"