শেষ আপডেট: 10th January 2025 21:26
দ্য ওয়াল ব্যুরো: মালদহের পর এবার কোচবিহার! ফের কাঁটাতারের বেড়া বসানো নিয়ে সীমান্তে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। ঘটনাস্থল, কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডারি গ্রাম পঞ্চায়েতের দহগ্রাম সীমান্ত।
এদিন ওই এলাকায় গ্রামবাসীদের দিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। দেড় কিমি এলাকায় বেড়া বসানোও হয়। তখনই বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
গ্রামবাসীদের সঙ্গে বিজিবির উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। ক্রমেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সংশ্লিষ্ট এলাকায়। যার জেরে আপাতত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে।
এর আগে একই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল মালদহের বৈষ্ণবনগর এবং সুখদেবপুরে গ্রামে। ওপারে বাংলাদেশের শিবগঞ্জ। অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হতেই ওপার থেকে বিজিবি আপত্তি জানায়। অসমর্থিত সূত্রের খবর, সীমান্ত সংলগ্ন গ্রামে ধানজমির মধ্যে মাটি কেটে বাঙ্কারও তৈরি করছে বিজিবি। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। যার জেরে ওপার থেকে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। এদিন সীমান্তের বহু এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। ওই বেড়া দেওয়া নিয়েই নতুন করে বিএসএফের সঙ্গে বিজিবির মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে ক্রমেই উত্তেজনা বাড়ছে সীমান্তের গ্রামগুলিতে।