শেষ আপডেট: 5th November 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো: বারবার জামিনের আবেদন করেও লাভ হচ্ছে না। ফের খারিজ হয়ে গেল নিয়োগ দুর্নীতি মামলায় জেল বন্দী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে আবেদন জানালেও সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে বলে খবর।
আদালত জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে। সে কারণে পুজো মিটলেও জেল থেকে এখনই মুক্তি পাচ্ছে না রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতকে পরিষ্কার জানিয়েছে, পার্থকে এই মুহূর্তে জামিনে ছেড়ে দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে।
তবে শুধু পার্থই নন, মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও জেলে রাখার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এদিন দু’পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শুনে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দু’জনেরই জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত।
২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তারপর দীর্ঘ আড়াই বছর কেটে গেলেও জেলমুক্তি হয়নি। দক্ষিণ কলকাতার নাকতলায় বাড়িতে অভিযান চালিয়ে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইও পরবর্তী সময়ে পার্থ ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।
ইতিমধ্যে বহু বার জামিনের আবেদনও করেছেন পার্থ। কিন্তু তা মঞ্জুর হয়নি। এর আগে ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। কিন্তু সেখানেও সুবিধা হয়নি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর।