শেষ আপডেট: 11th October 2024 21:06
দ্য ওয়াল ব্যুরো: ত্রিধারার পুজোয় 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তোলা ধৃত ৯ জনকে এদিন জামিন দেয় কলকাতা হাইকোর্ট। তবে এদিনের শুনানিতে সেই সঙ্গেই আরও একটি নির্দেশ দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শম্পা সরকারের নির্দেশ দিয়েছেন, পুজোর কার্নিভালে ‘ডিস্টার্ব’ করা যাবে না। অর্থাৎ, রাজ্য সরকার আয়োজিত কার্নিভালে কোনও প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ করা যাবে না। এ বিষয়ে আদালত আগাম নির্দেশ দিয়ে রাখল।
সপ্তমীতে দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে স্লোগান দেওয়ার ঘটনায় ন’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তদের পরিবার।
আজ দুপুর দু’টোয় বিচারপতি শম্পা সরকারের এজলাসে জরুরি ভিত্তিতে মামলার শুনানি হয়। দীর্ঘ সময় মামলা চলার পর ধৃত ৯ জনকে জামিন দেন বিচারপতি। মহাষ্টমীতে হাইকোর্টে মহাধাক্কা খেল কলকাতা পুলিশ।
বিচারপতির পর্যবেক্ষণ, যাঁদের গ্রেফতার করা হয়েছিল, সেই ছেলে-মেয়েরা এমন কিছু করেননি যার জন্য তাঁদের বিরুদ্ধে গুরুতর ধারা লাগু হয়। ধৃতদের আইনজীবীরা এদিন মামলা শেষে জানান, 'রাজ্য সরকারের আইনজীবীরা যে যে যুক্তি দেখিয়েছেন, তার একটাও বিচারপতি বিশ্বাস করেননি।'
বিচারপতি এও বলেন, 'পুলিশদের মারধর করার যে অভিযোগ উঠেছিল ধৃতদের বিরুদ্ধে, তার প্রেসক্রিপশনে প্যান ডি আর ব্যথা কমার ওষুধ ছাড়া কিছুই নেই। তাই পুলিশের অভিযোগ বিশ্বাস করার কোনও জায়গা নেই।'
প্রসঙ্গত, পুজো মণ্ডপে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে স্লোগান দেওয়ায় ওই ৯ জনকে গ্রেফতার করে আলিপুর আদালতে নেওয়া হয়। পুলিশ তাঁদের ১২ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল। তবে আদালত সকলকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ধৃতদের পরিবার। আজ মামলার জরুরি ভিত্তিতে শুনানির পর সেই ন'জনকে জামিন দিল উচ্চ আদালত।
তবে এই জামিনের পাশাপাশিই পুজোয় প্রতিবাদ নিয়েও একাধি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাতে রয়েছে, পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে আর প্রতিবাদ করা বা স্লোগান দেওয়া যাবে না। কার্নিভালে প্রতিবাদ কর্মসূচি করা যাবে না, একথাও বলা হয়েছে।
প্রসঙ্গত, ১৫ অক্টোবর রেড রোডে কার্নিভাল হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও আয়েজিত হবে এই কার্নিভাল।
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোকে আরও ধুমধুাম করে আয়োজনের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আঙিনায় পৌঁছে গিয়েছে বাঙালির দুর্গোৎসব। শুধু ক্লাবগুলিকে অনুদানই নয়, বেশ কয়েক বছর ধরে শহর কলকাতায় জাঁকজমক করে দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হয়। কলকাতা ও শহরতলির সব বড় পুজো কমিটিগুলি সেই কার্নিভালে অংশ নেয়।
২০২২ সাল থেকে শহরের দুর্গাপুজোর কার্নিভাল আলাদা মাত্রা পেয়েছে। ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তারপর থেকে কার্নিভালের জৌলুস আরও বেড়েছে। প্রতি বছর এই কার্নিভালের অনুষ্ঠান দেখতে শহরে বহু মানুষ ভিড় জমান।