মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 2nd January 2025 17:39
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই প্রশাসনিক বৈঠক থেকে বড় ঝাঁকুনি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি মাফিয়াদের ঠেকাতে বড় পদক্ষেপের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন করে সরকারি জমি জবর দখল হলে কাউকে রেয়াত করা হবে না। আর যারা ইতিমধ্যে সরকারি জমি দখল করে বসে আছে, অবিলম্বে সেই তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এজন্য এদিনের বৈঠক থেকে একটি পলিসি তৈরির কথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।
মুখ্যমন্ত্রীর কথায়, "ডিএম, এসপি থেকে থানার আইসি, ওসি সকলে সতর্ক থাকুন। জোর করে জমি দখল বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে অফিসার থেকে নেতা, কারও বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।"
এ প্রসঙ্গে পূর্বতন বাম সরকারকে আক্রমণ শানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "আম আমলে বেআইনিভাবে জমি জবর দখল করিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের তুলতে গেলে তারা কোর্টে চলে যাচ্ছে। কোর্ট স্থগিতাদেশ দিচ্ছে। ফলে জবরদখল উদ্ধারের কাজ আটকে যাচ্ছে।"
রাজ্যের প্রশাসনিক বলেন, নতুন করে যেন জমি জবরদখল না হয়। যেগুলো দখল হয়েছে, তার তালিকা তৈরি করে ব্যক্তি মালিকানা বাদে যেগুলি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে সেগুলি থেকে ১০০ শতাংশ ক্ষতিপূরণ নেওয়া হবে। আর যাঁরা জমি জবরদখল করে সেখানে বিল্ডিং গড়ে অন্যকে বিক্রি করে পালিয়ে গিয়েছে, তারা যেখানেই থাকুক না কেন ধরে আনতে হবে। প্রয়োজনে ইডি, সিবিআইয়ের মতো সম্পত্তি ক্রোক করতে হবে।
দ্রুত তালিকা তৈরি করে জুন মাসের মধ্যে এই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এ প্রসঙ্গে তিনি এও বলেন, "ডিএম, এসপি থেকে থানার আইসি, ওসি সকলে সতর্ক থাকুন। বেআইনি জবরদখলের ক্ষেত্রে কোনও বরদাস্ত নয়। এমনকি কোনও নেতাও যদি জবরদখলকারীর হয়ে বলতে আসে, তাহলে তার বিরুদ্ধেও পদক্ষেপ করুন।"
মুখ্যমন্ত্রী এও বলেন, "কোনও সরকারি আধিকারিক যদি ভেবে থাকেন যে যা খুশি করে তিনি রিটায়ার হয়ে যাবেন, তা হবে না। বেনিয়ম প্রমাণিত হলে অবসরের পরও আমরা তাকে ছাড়ব না, এটা যেন সকলে মনে রাখে।"