শেষ আপডেট: 5th July 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো: আধারকার্ড কিংবা এটিএম কার্ড হারিয়ে গেছে? কিংবা ড্রাইভিং লাইসেন্স, জমির পরচা সংক্রান্ত জেনারেল ডায়েরি করতে হবে। সাধারণ এই সব সমস্যা নিয়ে আর থানায় ছুটে যেতে হবে না। এবার থেকে বাড়ি থেকে বসেই জেনারেল ডায়েরি করতে পারবেন। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই হবে। অনলাইনে জিডি করার পাশাপাশি জিডির এন্ট্রি নম্বরও পেয়ে যাবেন।
সাধারণ মানুষের সুবিধার্থে এবার ই-জিডি চালু করতে চলেছে হুগলি গ্রামীন পুলিশ। আগামী ৭ জুলাই থেকে হুগলি গ্রামীণ পুলিশের অধীনে থাকা প্রতিটা থানা এলাকায় মিলবে এই পরিষেবা।
ফলে সশরীরে থানায় ছুটে যাওয়ার ঝক্কির হাত থেকেও রেহাই পাবেন সাধারণ পুলিশ। গ্রামীণ পুলিশের তরফে জানানো হয়েছে, মানুষকে আরও দ্রুত পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ।
পুলিশের তরফে জানানো হয়েছে, এলআইসি পলিসি, মেডিক্লেইম, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বরপ্লেট, অফিস আইডি কার্ড, প্যান কার্ড,জন্ম-সার্টিফিকেট, বাসের পাস, মৃত্যু-সার্টিফিকেট, ডঙ্গল, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত-শংসাপত্র, বিদ্যুৎ বিল, ব্যাঙ্ক লকারের চাবি, কেডিপি/ এনএসসি, ল্যাপটপ প্রভৃতি চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার ক্ষেত্রে বাড়ি থেকে বসেই করা যাবে জেনারেল ডায়েরি।
হুগলি গ্রামীণ পুলিশ জানিয়েছে, egd.hooghlyruralpd.in বা hooghlyrurslpolice.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে জেনারেল ডায়েরি করতে পারবেন সকলে।