শেষ আপডেট: 22nd November 2022 09:10
দ্য ওয়াল ব্যুরো: মালিকানা হস্তান্তরের পরেই টুইটারে একাধিক বদল এনেছিলেন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক (elon Musk)। কাজের সময় বাড়ানো, ছুটি বাতিল, বাড়িতে বসে কাজের সুবিধা বাতিল করা ছাড়াও যেগুলির মধ্যে অন্যতম ছিল বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই (layoffs)। ইতিমধ্যেই টুইটারের ৭ হাজার ৫০০ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে টুইটারের (twitter) তরফে। তবে এবার সুখবর দিলেন মাস্ক। নয়া টুইটার-কর্তা জানিয়েছেন, আর ছাঁটাই নয়, উল্টে বেশ কিছু কর্মী নিয়োগ (hire) করতে চলেছে টুইটার।
সূত্রের খবর, সেলস এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে নয়া কর্মী নিয়োগ করতে চলেছে মাইক্রো ব্লগিং সাইটটি। যদিও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দেওয়া হয়নি। সেলস এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, সে ব্যাপারেও কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে সংস্থার কর্মীদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন তিনি। এমনকী, উপযুক্ত প্রার্থীদের নাম সুপারিশ করার জন্যও টুইটারের বেশ কিছু কর্মচারীকে অনুরোধ জানিয়েছেন তিনি। আরও জানা যাচ্ছে, সফ্টওয়্যার বিশেষজ্ঞ প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
টুইটারের প্রধান দফতর সান ফ্রান্সিসকো থেকে টেক্সাসে সরিয়ে ফেলতে চলেছেন মাস্ক, এমনটাও কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে সেই সম্ভাবনার কথা নস্যাৎ করে দিয়েছেন মাস্ক।
এর আগে টুইটারের অন্দরে প্রবল কাজের চাপ এবং ছাঁটাইয়ের হুমকির জেরে খেপে উঠেছিলেন কর্মীরা। মাস্কের তরফে গত বৃহস্পতিবার বিকেল ৫টায় ডেডলাইন দেওয়া হয়েছিল 'বিদ্রোহী' কর্মীদের। তাঁদের বলা হয়েছিল, ওই সময়ের মধ্যেই স্থির করে নিতে হবে, তাঁরা টুইটারে থাকবেন নাকি চাকরি ছাড়বেন। এরপর সেই সময় আসামাত্রই মুড়ি মুড়কির মতো ইস্তফা দিতে শুরু করেন সংস্থার কর্মীরা। অন্তত শ-খানেক কর্মী ৩ মাসের অগ্রিম বেতন নিয়ে চাকরি ছেড়ে দেন। এমনকী, সেই সময় মাস্কের বক্তৃতা দেওয়ার মধ্যেই মিটিং রুম, এবং ভিডিও কনফারেন্স ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন কর্মীরা। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, সোমবার পর্যন্ত বন্ধ রাখা হবে সংস্থার হেডকোয়ার্টার।
শহরের এক শৌচাগারে পড়ে প্লাস্টিকে মোড়া দলাপাকানো মানব ভ্রূণ, চিৎকার করে উঠলেন সাফাইকর্মী