শেষ আপডেট: 4th January 2022 10:19
দ্য ওয়াল ব্যুরো : 'দেয়ার উইল বি নো লকডাউন'। দিল্লিতে লকডাউন (Lockdown) হবে না। মঙ্গলবার এমনই জানিয়ে দিলেন দিল্লির (Delhi) স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। এদিনই সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫০০ জন। শহরে পজিটিভিটি রেট ৬.৪৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮.৫ শতাংশ। কোভিড ঠেকাতে রাজধানীতে ইতিমধ্যে সপ্তাহান্তে কার্ফু জারি করা হয়েছে। সরকারি অফিসের কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন। বেসরকারি অফিস চলছে ৫০ শতাংশ কর্মী নিয়ে। তবে বাস ও মেট্রো পূর্ণ সংখ্যক যাত্রী নিয়েই চলাচল করছে। কোভিডের পজিটিভিটি রেট পরপর দু'দিন পাঁচ শতাংশের ওপরে থাকায় মঙ্গলবার বৈঠকে বসেছে দিল্লি বিপর্যয় মোকাবিলা পর্ষদ। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া বলেন, "বাস ও মেট্রো ১০০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করবে। তবে মাস্ক ছাড়া কাউকে গণ পরিবহণে উঠতে দেওয়া হবে না।" শহরবাসীর উদ্দেশে তিনি বলেন, "করোনার বিরুদ্ধে মাস্কই আপনার ঢাল।" সোমবার দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪০৯৯ জন। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, তিনিও করোনা পজিটিভ হয়েছেন। কিন্তু তাঁর উপসর্গ খুবই মৃদু। অতিমহামারী ঠেকাতে কয়েকদিন আগেই দিল্লিতে জারি হয়েছে ইয়ালো অ্যালার্ট। ২৯ ডিসেম্বর থেকে শহরে নাইট কার্ফু চলছে। সিনেমা, জিম এবং দোকান খুলছে জোড়-বিজোড় নীতিতে। স্বাস্থ্যমন্ত্রকের এক অফিসার জানিয়েছেন, জানুয়ারির মাঝামাঝি শহরে দৈনিক ২০ থেকে ২৫ হাজার মানুষ সংক্রমিত হতে পারেন। তখন হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও বাড়বে।