শেষ আপডেট: 20th December 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহের মধ্যে বদলে গেল ছবিটা!
মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে সাসপেনশন জারি করেছিল সিপিএম, গত ১৪ ডিসেম্বর তা প্রত্যাহার করে নিয়েছিল দল। মনে করা হয়েছিল, এ যাত্রায় অভিযোগমুক্ত হলেন সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য! তন্ময়ও বলেছিলেন, 'দলের সিদ্ধান্তই চূড়ান্ত!'
কিন্তু নাহ্, ওই ঘটনায় তন্ময় ভট্টাচার্যকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলী। তবে তন্ময় যেহেতু জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তাই এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রয়োজন। সূত্রের খবর, আগামী ৩০ এবং ৩১ ডিসেম্বর দলের রাজ্য কমিটির বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে।
শাস্তি প্রত্যাহার করেও ফের সাসপেন্ড করার সিদ্ধান্ত কেন?
দলীয় সূত্রের দাবি, মহিলা সাংবাদিক হেনস্থার অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটি জানিয়েছিল, অভিযোগের প্রেক্ষিতে অকাট্য প্রমাণ মেলেনি। কিন্তু তন্ময়ের এই ধরনের 'প্রবণতা' রয়েছে বলেও দাবি তদন্ত কমিটির। সেই সূত্রেই ফের শাস্তির কোপে পড়তে চলেছেন বর্ষীয়ান সিপিএম নেতা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে তন্ময় বলেন, "নতুন করে সাসপেন্ড করার বিষয়টি জানি না। আমি শহরের বাইরে রয়েছি।" একই সঙ্গে তিনি এও বলেন, "দল যদি মনে করে সাসপেন্ড করা উচিত, করবে। এ নিয়ে আমার কী বা বলার থাকতে পারে। তবে সিপিএমে ছিলাম, সিপিএমেই থাকব।"
প্রসঙ্গত, মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় ইতিমধ্যে শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট থেকেও জামিন পেয়েছেন তন্ময়। অন্যদিকে গত ১৪ ডিসেম্বর দল সাসপেনশন প্রত্যাহার করার পরই দলের একাংশই প্রশ্ন তুলেছিল, স্রেফ অভিযোগের ভিত্তিতে এত তাড়াহুড়ো পদক্ষেপ করা হল কেন? সপ্তাহের ব্যবধানে ফের সাসপেনশনের খবর সামনে আসতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে কর্মীদের অন্দরে।