শেষ আপডেট: 18th September 2024 09:41
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার বৃষ্টির দিন হয়তো শেষের দিকে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা আর দেখা যাচ্ছে না বাংলায়। আবহাওয়া দফতরও আর তেমন ইঙ্গিত দিচ্ছে না। টানা কয়েক দিন ধরে বৃষ্টির পর এই মুহূর্তে আকাশ পরিষ্কার হয়েছে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।
আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে সব জায়গায় এক রকম বৃষ্টি হবে না। আবহাওয়া দফতর বলছে, মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। নিম্নচাপের কারণে তৈরি হওয়া জলীয় বাষ্পের জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী অন্তত ৭২ ঘণ্টায় আবহাওয়ার ব্যাপক কোনও পরিবর্তন ঘটবে না। তাপমাত্রা আগের থেকে বাড়বে কিছুটা।
ভ্যাপসা গরম কাটিয়ে দিয়ে যেভাবে কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছিল তাতে কিছুটা স্বস্তি পেয়েছিল রাজ্যের মানুষ। কিন্তু আবহাওয়ার এই বদলের ফলে ফের সেই গরমের অনুভূতি ফিরে আসছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কলকাতায় বুধবার তাপমাত্রা রয়েছে ২৬.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
এদিকে দক্ষিণবঙ্গের মতোই কার্যত পরিস্থিতি উত্তরবঙ্গে। সেখানের একাধিক জেলাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। যদিও পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তার আগে বাংলাদেশের নিম্নচাপের জেরে রাজ্য ভাসছিল। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে দুর্ভোগ আরও বেড়েছিল এই আবহাওয়ার কারণে।