শেষ আপডেট: 4th November 2024 00:08
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার টিকিট ও চাকরি দেওয়ার নাম করে ৫০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল নিশীথ প্রামানিকের পিএ-র বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নিশীথের আপ্ত-সহায়ক পরিমল রায়ের বিরুদ্ধে।
হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ময়নাগুড়ির মাধব ডাঙা এলাকার বাসিন্দা বিশ্বনাথ শীল। বিজেপির মেখলিগঞ্জ এলাকার ব্লক সভাপতি তিনি। বিশ্বনাথ নিজেই তাঁর ভাগ্নে ও অন্যান্য যুবকদের চাকরি এবং নিজে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দাঁড়াবার জন্য টিকিট কিনতে চেয়ে অনলাইনে পেমেন্ট করে ৫০ লক্ষ টাকা পরিমল রায়কে দিয়েছেন বলে অভিযোগ।
বিশ্বনাথ শীলের কথায়, '২০১৪ সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যাই। তারপর থেকে বিজেপি করি। এরপর নিশীথ প্রামাণিকের সঙ্গে পরিচয় হয়। এরপর তাঁকে ফোন করে একদিন তাঁর বাড়ি যাই। আমার এক অনাথ ভাগ্নে আছে। তাঁর চাকরির জন্যই বলি।'
তিনি আরও বলেন, 'উনি আশ্বাস দেন দিল্লিতে চাকরি হয়ে যাবে। তবে আমি রাজি হইনি। কারণ ও অনাথ সেই কারণে। এরপর পরিমল রায় আমায় নিজেকে নিশীথ প্রামাণিকের পিএ পরিচয় দিয়েছে ধাপে ধাপে কখনও পঞ্চাশ লক্ষ, কখনও এক লক্ষ কখনও দুই লক্ষ টাকা নিয়েছেন। আমায় টিকিট পাইয়ে দেবেনও বলেছিলেন।'
গোটা ব্যাপারে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে প্রতিক্রিয়া পাওয়া গেলে তা এই প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।