শেষ আপডেট: 21st September 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো: গেমের পাসওয়ার্ড চেয়েও পাওয়া যায়নি। আর সেই কারণেই খুন হল নবম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়ায়। গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালককে।
শুক্রবার নাকাশিপাড়ার পাটিকাবাড়ি গ্রামের একটি মাঠ থেকে ওই স্কুলছাত্রের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে হাত, পা বাঁধা অবস্থায় বাড়ি থেকে এক কিলমিটার দূরে পড়েছিল দেহ। ১৫ বছরের ওই নিহত নবম শ্রেণির ছাত্রের নাম প্রীতম বিশ্বাস।
পুলিশ সূত্রে খবর, কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত ভাবে জানতে দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় নিহত ছাত্রের দুই বন্ধুকে পাকড়াও করা হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে টিউশন পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল প্রীতম। তার পর থেকেই খোঁজ মিলছিল না ছাত্রের। পরিবার সূত্রে খবর, বাড়িতে না ফেরায় নাকাশিপাড়া থানায় মৌখিক ভাবে অভিযোগ জানানো হয়। আর তারপরই থানা এলাকার ওই মাঠের ঝোপের মধ্যে ছাত্রের দেহ দেখতে পান স্থানীয়রা। এর পরই পুলিশ ও পরিবার ছুটে আসে।
মৃতের সঙ্গে থাকা মোবাইল ফোনের হদিস এখনও পাওয়া যায়নি। জেলা পুলিশ জানায়, অভিযুক্তের আইডি আর পাসওয়ার্ড নিয়ে গেম খেলত মৃত ছাত্র। সেই পাসওয়ার্ড ফেরত চাওয়াতেই তিনজনের মধ্যে বিবাদ শুরু হয়। তাতেই সম্ভবত খুন করা হয়েছে।