শেষ আপডেট: 1st August 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো: গত দু'বছর ধরে রামনবমীর দিন হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে। চলতি বছর মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই সংক্রান্ত তদন্তের রিপোর্ট জমা দিল আদালতে।
হিংসার ঘটনায় দায়ের হয়েছে জোড়া জনস্বার্থ মামলা। এদিন তারই শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় এনআইএ। এই রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।
রামনবমীতে হিংসার ঘটনার তদন্ত আগে করছিল সিআইডি। কিন্তু সেই তদন্তে ভরসা না করতে পেরে হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ ও একটি মুসলিম সংগঠন। বিজেপির তরফ থেকেও ক্রমাগত দাবি তোলা হয় এনআইএ তদন্তের। সবশেষে আদালত সেই আর্জিকেই প্রাধান্য দেয়। এর আগে লোকসভা ভোটের সময়ে এই মামলার শুনানিতে চরম ক্ষোভও প্রকাশ করেছিল আদালত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, রাজ্যের একটি এলাকা যেখানে ৮ ঘণ্টা শান্ত থাকতে পারে না, সেখানে ভোট পিছিয়ে দেওয়া উচিত। তবে পরবর্তী ক্ষেত্রে দেখা যায়, ভোটের সময়ে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া তেমন বড় কোনও ঘটনা ঘটেনি বাংলায়।
প্রসঙ্গত, মুর্শিদাবাদে রামনবমীর দিন অশান্তির ঘটনা ঘটেছিল। উত্তপ্ত হয় রেজিনগর বিধানসভার শক্তিপুর থানা। একদল দুষ্কৃতীর বিরুদ্ধে রামনবমীর মিছিলের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। শুধু তাই নয়, শক্তিপুরের পাশাপাশি মানিক্যহার এলাকাতেও চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়ির ছাদ থেকে মিছিলকে লক্ষ করে হামলা চালানো হয় বলে অভিযোগ।