শেষ আপডেট: 11th November 2024 22:55
দ্য ওয়াল ব্যুরো, হলদিবাড়ি: বাংলাদেশ সীমান্ত শহর হলদিবাড়ি। সোমবার সাত সকালে সেখানকার ৪ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে এক ভিখারির বাড়িতে হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র আধিকারিকরা।
হলদিবাড়ি পুরসভার ৪ নং ওয়ার্ডের ধারা নগর কলোনীর বাসিন্দা রাখী বর্মণ। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি ভিক্ষাবৃত্তি করেন। সোমবার সকালে তাঁর বাড়িতে এনআইএ হানাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় বাসিন্দাদের মধ্যে।
হঠাৎ ভিখারির বাড়িতে জাতীয় তদন্তকারী সংস্থা কেন?
সূত্রের খবর, এনআইএ-র আমেদাবাদ ব্রাঞ্চে দেশ বিরোধী ও নাশকতা মূলক কাজকর্মের একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্তকারী সংস্থা, এ ঘটনায় জঙ্গি সংগঠন আল কায়েদার যোগও দেখছে। তাতে রাখীদেবীর ছেলে বিশ্বজিৎ বর্মণের নাম রয়েছে বলে খবর। সেই ঘটনার তদন্তে এদিন হলদিবাড়িতে আসেন এনআইএ-র চার জন আধিকারিকের একটি দল।
রাখীদেবীর বাড়ি ঘিরে শুরু হয় তল্লাশি। বাইরে তখন হলদিবাড়ি থানার পুলিশ আধিকারিক, বিশাল র্যাফ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
তবে বিশ্বজিৎ বাড়িতে ছিলেন না। রাখীদেবী তদন্তকারীদের জানান, তাঁর ছেলে ক্যাটারিংয়ের কাজ করে। সেই সূত্রে বাইরে রয়েছে। তাদের বাড়ি থেকে এদিন একগুচ্ছ নথি সংগ্রহ করে নিয়ে যায় এনআইএ আধিকারিকেরা। অভিযানের পর রাখীদেবীকে কিছু কাগজে সইও করিয়েছেন আধিকারিকেরা।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়িতে। তবে এ ব্যাপারে জেলা পুলিশের কাছে কোনও খবর নেই বলে জানিয়েছেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।
সূত্রের খবর, শুধু হলদিবাড়ি নয়, এদিন কলকাতার বেনিয়াপুকুরের একটি বাড়িতেও হানা দিয়েছিল এনআইএ-র আধিকারিকরা। জলপাইগুড়িতেও গিয়েছিল অপর একটি দল। তবে এব্যাপারে এনআইএ-র কোনও অফিসিয়াল বিবৃতি জানা যায়নি।