শেষ আপডেট: 4th January 2025 11:38
দ্য ওয়াল ব্যুরো: ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের মামলায় প্রধান অভিযুক্তদের মধ্যে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ।
এনআইএর তদন্তকারীরা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মহারাষ্ট্রের পুণে থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতর নাম, মোহন মণ্ডল। তার বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানি জারি করা হয়েছিল। এদিন মহারাষ্ট্রের আদালত থেকে ট্রানজিস্ট রিমান্ডে ধৃতকে এরাজ্যে নিয়ে আসা হচ্ছে।
২০২৩ সালের পয়লা মে ময়নার বাকচায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূুঁইয়া। ঘটনার পরেই অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও পালিয়ে যায় কয়েকজন। এর আগে সেপ্টেম্বর মাসে গোড়ামহলে অভিযান চালিয়ে ১০ জন তৃণমূল নেতার বাড়ি সিল করে দেয় এনআইএ।
কয়েকদিন আগেও এনআইএ এর হাতে ধরা পড়েছিল দুই অভিযুক্ত। তাঁদের জেরা করেই অভিযুক্ত মোহন মণ্ডলের সম্পর্কে তথ্য জানতে পারেন তদন্তকারীরা। এরপরই পুণের উদ্দেশে রওনা দেয় এনআইএর প্রতিনিধিরা।
২০২৩ সালের ১ মে বাড়ির কাছ থেকেই বাকচা পঞ্চায়েত এলাকার বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। মারধরের পরে গুলি করে খুন করে তারপর দেহ জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল হয়েছিল বলে অভিযোগ। বিজয়ের স্ত্রী লক্ষ্মীরানি ভুঁইয়া তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা, তৎকালীন পঞ্চায়েত প্রধান সুখলাল মণ্ডল-সহ মোট ৩৪ জনের বিরুদ্ধে ময়না থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্তদের মধ্যে সাত জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় এনআইএ-র হাতে।