শেষ আপডেট: 21st February 2024 21:32
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এর আগে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে, তফসিলি কমিশন ঘটনাস্থল পরিদর্শনে গেছে। এবার সন্দেশখালি যাবে জাতীয় মানবাধিকার কমিশনও। সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত ভাবে তৎপরতা দেখাচ্ছে তাঁরা। এই বিষয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক এবং ডিজি রাজীব কুমারকে নোটিস পাঠিয়েছে কমিশন।
মহিলা নির্যাতন থেকে শুরু করে একাধিক অভিযোগ আসছে সন্দেশখালি থেকে। তার জন্য প্রশাসন কী পদক্ষেপ করছে তা জানতে চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজির থেকে রিপোর্ট চেয়েছে তাঁরা। পাশাপাশি, সেখানে যাবে কমিশনের প্রতিনিধি দলও। তাঁদের তরফে জানান হয়েছে, সংবাদমাধ্যম থেকে সন্দেশখালি নিয়ে ভূরিভূরি অভিযোগের কথা তাঁরা জানতে পারছে। কিন্তু সেইভাবে কোনও পদক্ষেপ করা হচ্ছে কিনা, সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না। তাই ঘটনাস্থলে পরিদর্শন করা প্রয়োজন।
NHRC takes suo motu cognizance of media reports on unabated human rights violations due to continued violence in #Sandeshkhali, West Bengal. #NHRC team led by a Member also to conduct a spot enquiry. pic.twitter.com/X9VsxBEtew
— NHRC India (@India_NHRC) February 21, 2024
সন্দেশখালি থেকে সাংবাদিককে গ্রেফতার করার ঘটনা নিয়েও সরব হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তাঁদের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, সন্দেশখালিতে খবর সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে গ্রেফতার করার ঘটনা মানবাধিকার লঙ্ঘন করে। সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে। এই প্রেক্ষিতেও রাজ্য পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে তাঁরা। ডিজিপির কাছ থেকে আগামী দু সপ্তাহের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। সেই সঙ্গেই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ডিআইজি যেন এক সপ্তাহের মধ্যে তাঁদের ব্যাপারটি সম্পর্কে জানান।
জাতীয় মহিলা ও তফসিলি কমিশন সন্দেশখালি ঘুরে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক পারদও চড়ছে ক্ষণে ক্ষণে। তৃণমূল বলছে, সন্দেশখালি নিয়ে বিজেপি অপপ্রচার করছে, বাংলাকে অপমান করছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কমছে না। সদ্য সেখানে গেছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনিও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন।