শেষ আপডেট: 24th August 2023 10:57
দ্য ওয়াল ব্যুরো: যাবতীয় জল্পনা-কল্পনার অবসান। ভারতের (India) মাটিতে খেলতে আসছেন ব্রাজিলীয় মহাতারকা নেমার (Neymar)।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল-নাসের খেলতে আসতে পারেন, এমনটা শোনা গিয়েছিল। কিন্তু এদিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC champions league) ড্র হয়েছে। তাতে দেখা গিয়েছে আল নাসের নয়, ভারতে আসছে আল হেলালের (Al hilal) মতো সৌদির বড় দল।
আগামী দিনে নেমারকে পুণেয় খেলতে আসতে দেখা যাবে। রোনাল্ডোর ক্লাব আল নাসের অন্য গ্রুপে পড়েছে। তারা অন্য জায়গায় খেলতে যাবে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলছে মুম্বই সিটি এফসি। তারা পুণের ছত্রপতি শিবাজী স্টেডিয়ামে নেমারের দলের বিপক্ষে মাঠে নামবে।
এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি চারবার খেতাব পেয়েছে আল হিলাল। তাই এবারও তারা মরিয়া চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
নেমার যদিও না আসেন, তা হলেও দলে ইউরোপে খেলা বহু তারকা আছেন। সেটাও বাড়তি পাওনা।
নেমার এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন বার্সেলোনার হয়ে। এবার আল হিলালের হয়ে এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ জিতলে সেটিও মহা নজির হবে।
আরও পড়ুন: ব্রিজভূষন কাণ্ডের মধ্যেই ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসন করল বিশ্ব কুস্তি ফেডারেশন