শেষ আপডেট: 6th January 2022 13:38
দ্য ওয়াল ব্যুরো: সিলভারলাইন প্রকল্প (silverline project) নিয়ে উত্তাপ ছড়িয়েছে কেরলের রাজনীতিতে (kerala politics)। প্রকল্পে রাজ্যের সমূহ ক্ষতির (danger) আশঙ্কা করছে নানা মহল। এমনকী খোদ কেরল সিপিএমেও (cpm) এর বিরোধিতা রয়েছে। বিতর্ক চলছে। তার মধ্যেই চিকিত্সা করাতে (treatment) মার্কিন মুলুক (usa) যাচ্ছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (vijayan)। সরকারি সূত্রের খবর, ১৫ জানুয়ারি তিনি আমেরিকা রওনা হচ্ছেন। সেদেশে থাকবেন ২৯ জানুয়ারি পর্যন্ত। রোচেস্টারের মেয়ো ক্লিনিকে চিকিত্সা করাবেন তিনি। ২০১৮ য় শেষবার ওই ক্লিনিকেই চিকিত্সা করাতে গিয়েছিলেন প্রবীণ বিজয়ন। তবে ঠিক কী অসুখের ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন তিনি, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। তখনও কোভিড ১৯ আসেনি। সেবার তাঁর সফরসঙ্গী ছিলেন স্ত্রী কমলা। তখনও জানা যায়নি, কীসের চিকিত্সায় গিয়েছিলেন তিনি। কমলা ও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারীও এবার যাচ্ছেন তাঁর সঙ্গে। ২০১৮র সফরের ব্যাপারে আর্থিক মঞ্জুরি দিয়েছিল রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (রাজনৈতিক), যার অর্থ খরচ বহন করেছিল কেরল সরকারই। ২০১৮য় আমেরিকায় চিকিত্সাধীন থাকাকালে বিজয়ন সেখান থেকেই ই-ফাইল সই করে পাঠাতেন আর মন্ত্রী ই পি জয়রাজনের ওপর ভার ছিল বন্যাত্রাণ সংগ্রহ অভিযান দেখাশোনার। এবারও কেরল সরকার নির্দিষ্ট আদেশ জারি করে জানিয়ে দিতে চলেছে, ক্যাবিনেটের কোন মন্ত্রীকে বিজয়নের অনুপস্থিতিতে বিশেষ দায়িত্ব পালন করতে হবে। ই কে নায়ানার, ভি এস অচ্যুতানন্দনের মতো বিজয়নের পূর্বসূরীরাও চিকিত্সার প্রয়োজনে নানা সময়ে পশ্চিমি দুনিয়ার দেশগুলিতে গিয়েছেন।