শেষ আপডেট: 27th October 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: প্লাস্টিক দূষণে জর্জরিত পৃথিবী। মহাকাশে যেন সেই দূষণের কণামাত্রও না পৌঁছয়, তারই চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস)। প্লাস্টিকজাত দ্রব্যের পুনর্ব্যবহারের গুরুত্ব বোঝাতে এ বার মহাশূন্যেও চেষ্টা চালাবেন মহাকাশবিজ্ঞানীরা। নাসা জানিয়েছে, প্লাস্টিক ‘রিসাইকল’ করে ব্যবহারযোগ্য জিনিসপত্র তৈরির অভিনব উদ্যোগ নিচ্ছে আইএসএস। মাইক্রোগ্র্যাভিটির মধ্যেও প্লাস্টিকজাত দ্রব্যেকে ফের ব্যবহারের উপযোগী করে তোলা হবে। থাকবে না কোনও দূষণ। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে পাক মেরে চলেছে আন্তর্জাতিক স্পেস স্টেশন। ৬টি ঘরের ওই মহাকাশ স্টেশনকে চালু রাখার গুরুদায়িত্ব মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ছাড়াও ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা), জাপান স্পেস এজেন্সি (জাক্সা), রুশ মহাকাশ সংস্থা (রসকসমস) ও কানাডার মহাকাশ সংস্থার (সিএসএ) কাঁধে। নাসার বিজ্ঞানীদের কথায়, দীর্ঘ মহাকাশ সফরের সময়ে বা স্পেস স্টেশনে থেকে গবেষণা চালানোর সময় নানাবিধ নিরাপত্তা ব্যবস্থা নিতে হয় মহাকাশবিজ্ঞানীদের। বিপজ্জনক ব্যাকটেরিয়া প্রায়শই রোগভোগের কারণ হয়। সামান্যতম দূষণ সেখানে প্রাণঘাতী।